ভারতের কাছে হারের জের! পদত্যাগ করলেন পাকিস্তান ক্রিকেট কমিটির প্রধান

 পিসিবির চেয়ারম্যান এহসান মানির কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন তারকা। 

Updated By: Jun 20, 2019, 05:19 PM IST
ভারতের কাছে হারের জের! পদত্যাগ করলেন পাকিস্তান ক্রিকেট কমিটির প্রধান

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় দলের কাছে বিশ্বকাপে হারের জের। চাকরি হারালেন পাকিস্তান পাকিস্তান ক্রিকেট বোর্ডের(পিসিবি) ক্রিকেট কমিটির চেয়ারম্যান মোহসিন খান। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, মোহসিন খান নিজেই সরে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করেছিলেন। পিসিবির চেয়ারম্যান এহসান মানির কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন তারকা। 

আরও পড়ুন-  সোনালী বেন্দ্রের প্রেমে পাগল! সব গুজব উড়িয়ে জবাব দিলেন শোয়েব আখতার

ভারতের কাছে হারের পর পিসিবি চেয়ারম্যান এহসান মানির সঙ্গে এক বৈঠকে বসেছিলেন মোহসিন খান। সেখানেই তিনি পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছিলেন। এর পরই তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন এহসান মানি। মোহসিন খানের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের ক্রিকেট কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়াসিম খান। ইহসান মনি বলেছেন, মোহসিনের মতো কর্মক্ষম ও দক্ষ ব্যক্তির পদ ছাড়ার সিদ্ধান্ত দুঃখের। তাঁকে যেতে দেওয়াটা সহজ নয় আমাদের কাছে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাঁর এই সিদ্ধান্তকে সম্মান জানায়। 

আরও পড়ুন-  ICC World Cup 2019: পাকবধের পর দু'দিনের ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরল টিম ইন্ডিয়া

উল্টোদিকে, পিসিবির প্রতি কৃতজ্ঞতা জাহির করেছেন মোহসিন খান। 

.