চার্চিল বধের লক্ষ্যে শঙ্করের বাগান

   শনিবার গোয়ার তিলক ময়দানে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে আই লিগের অ্যাওয়ে ম্যাচে নামছে মোহনবাগান। পর পর দু'টো অ্যাওয়ে ম্যাচে জয়ের পর শনিবার অ্যাওয়ে ম্যাচে জয়ের হ্যাটট্রিক করতে মরিয়া শঙ্করলাল চক্রবর্তীর দল।

Updated By: Mar 2, 2018, 08:14 PM IST
চার্চিল বধের লক্ষ্যে শঙ্করের বাগান

ওয়েব ডেস্ক :   শনিবার গোয়ার তিলক ময়দানে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে আই লিগের অ্যাওয়ে ম্যাচে নামছে মোহনবাগান। পর পর দু'টো অ্যাওয়ে ম্যাচে জয়ের পর শনিবার অ্যাওয়ে ম্যাচে জয়ের হ্যাটট্রিক করতে মরিয়া শঙ্করলাল চক্রবর্তীর দল।

নেরোকা এফসি' পর ইন্ডিয়ান অ্যারোজকে অ্যাওয়ে ম্যাচে হারিয়ে আই লিগের শেষ লগ্নে ছন্দে শঙ্করলাল চক্রবর্তীর দল। অ্যারোজের বিরুদ্ধে গোয়ার এই তিলক ময়দানে ম্যাচ জেতায় শনিবার চার্চিলের বিরুদ্ধেও জয়ের খোঁজে ডিকারা। শুক্রবার সকালে তিলক ময়দানে ঘণ্টাখানেক অনুশীলন করেন আক্রাম-ইয়োটারা। আগের ম্যাচে চোট পাওয়া আক্রম এবং রিকি সুস্থ হয়ে চার্চিলের বিরুদ্ধে শুরু থেকেই নামতে পারবেন। ঘরের মাঠে বারাসতে এই চার্চিলকে ৫-০ গোলে হারালেও অ্যাওয়ে ম্যাচে নামার আগে সতর্ক বাগান শিবির।

আরও পড়ুন- হেরে আই লিগ জমিয়ে দিল মিনার্ভা, সুযোগ ইস্ট-মোহনের সামনে

ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে বাগান কোচ শঙ্করলাল চক্রবর্তী জানান, "চার্চিল দেশের অন্যতম সেরা দল,  মরসুমের শুরুর দিকে পারফরম্যান্স খারাপ থাকলেও সঠিক সময়ে জ্বলে উঠেছে গোয়ার দলটি। চার্চিলকে সমীহ করে আমরা তিন পয়েন্টের জন্যই ঝাঁপাব। "  এদিকে মিনার্ভা, চেন্নাই সিটির কাছে হেরে যাওয়ায় অঙ্কের বিচারে আই লিগ জয়ের সম্ভাবনা এখনও থাকছে মোহনবাগানের। সেক্ষেত্রে লিগের বাকি দুটি ম্যাচ জিততেই হবে ডিকাদের, পাশাপাশি তাকিয়ে থাকতে হবে ইস্টবেঙ্গল ও মিনার্ভার ম্যাচের দিকে।

খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায় 

.