সমালোচনায় কোণঠাসা বাগান কর্তারা, ফিরছেন দেবাশিস

ক্লাবের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে বেশ চাপে মোহনবাগান কর্তারা। নিজের ক্লাবের পাশে দাঁড়ালেও দলগঠন নিয়ে মোহনবাগান কর্তাদের প্রতি সমালোচনাও শোনা গেল শ্যামল ব্যানার্জির গলায়। শ্যামল ব্যানার্জির মত বাগানের প্রাক্তনীরা ২৬ তারিখের সিদ্ধান্তের জন্য রাজধানীর দিকে তাকিয়ে ।

Updated By: Dec 22, 2012, 10:10 PM IST

ক্লাবের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে বেশ চাপে মোহনবাগান কর্তারা। নিজের ক্লাবের পাশে দাঁড়ালেও দলগঠন নিয়ে মোহনবাগান কর্তাদের প্রতি সমালোচনাও শোনা গেল শ্যামল ব্যানার্জির গলায়। শ্যামল ব্যানার্জির মত বাগানের প্রাক্তনীরা ২৬ তারিখের সিদ্ধান্তের জন্য রাজধানীর দিকে তাকিয়ে ।
এদিকে ক্লাবের খারাপ পারফরম্যান্স নিয়ে চিন্তিত ক্লাবের শীর্ষকর্তারা। ডার্বি বিতর্ক নিয়ে শুনানির পরই কোচ আর ফুটবলারদের নিয়ে বৈঠকে বসছেন তারা। ক্লাবের শীর্ষকর্তাদের সবচেয়ে বেশি ভাবাচ্ছে দলের অন্যতম সেরা অস্ত্র ওকেলি ওডাফার মানসিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়া।
  
শুক্রবার সন্ধ্যায় ক্লাবের ফুটবল সাব কমিটির সঙ্গে বৈঠক করেন অর্থসচিব দেবাশিস দত্ত। ক্লাবের খারাপ সময়ে সচিবের অনুরোধ মেনে আবার সম্ভবত ফুটবল দলের দায়িত্বে ফিরতে চলেছেন দেবাশিস দত্ত। ডার্বি কাণ্ডের শুনানির আগে মোহনবাগানের চার প্রাক্তন ফুটবলার এআইএফএফের কাছে অনুরোধ জানিয়েছেন,মোহনবাগানের প্রতি যেন অবিচার না হয়। প্রসূন বন্দ্যোপাধ্যায়,মানস ভট্টাচার্য সহ চার প্রাক্তনীর আশা,ভেবেচিন্তেই মোহনবাগানকে শাস্তি দেবে ফেডারেশন।

.