মোহনবাগান নির্বাচনে দুই বন্ধুর মুখোমুখি লড়াই!
পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়েই মনোনয়ন জমা দিল টুটু বসুর গোষ্ঠী। তৃতীয় পক্ষ হিসেবে এদিন ৬ জনের মনোনয়ন জমা দিলেন কুনাল ঘোষও।
নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ দিনের বন্ধুত্ব ভেঙে শেষ পর্যন্ত মোহনবাগান ক্লাবের নিবার্চনে এবার মুখোমুখি লড়াইয়ে স্বপন সাধন বসু (টুটু) এবং অঞ্জন মিত্র। প্রায় তিন দশক এক সঙ্গে ক্লাব পরিচালনার পরে মঙ্গলবার দু'জনেই মনোনয়ন জমা দিলেন সচিব পদে। টুটু বসু সশরীরে হাজির থাকলেও মঙ্গলবার আসেননি অঞ্জন মিত্র। দু'জনেই তাঁদের ছেলে ও মেয়েকে দাঁড় করিয়েছেন নিজেদের প্যানেলে। টুটু-পুত্র সৃঞ্জয় দাঁড়িয়েছেন সহ সচিব পদে। অঞ্জন-কন্য সোহিনী মনোনয়ন জমা দিলেন যুব দলের উন্নয়নের সচিব পদে। পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়েই মনোনয়ন জমা দিল টুটু বসুর গোষ্ঠী।
তৃতীয় পক্ষ হিসেবে এদিন ৬ জনের মনোনয়ন জমা দিলেন কুনাল ঘোষও। তৃতীয় পক্ষ হিসেবে সহ-সচিব পদে মনোনয়ন জমা দেন কুনাল ঘোষ।
একনজরে দেখে নিন সব পক্ষের বিভিন্ন পদে মনোনয়নের তালিকা :
পদ | শাসক গোষ্ঠী | বিরোধী গোষ্ঠী | তৃতীয় পক্ষ |
সচিব | অঞ্জন মিত্র | টুটু বসু | - |
সহ -সচিব | অশোক গুছাইত | সৃঞ্জয় বসু | কুনাল ঘোষ |
কোষাধ্যক্ষ | মদন দত্ত | সত্যজিত্ চ্যাটার্জি | - |
অর্থ সচিব | সোমনাথ ব্যানার্জি | দেবাশিস দত্ত | অম্লানজ্যোতি মুখার্জি |
ক্রিকেট সচিব | অর্ঘ্য ঘোষ | সম্রাট ভৌমিক | - |
টেনিস সচিব | সোমনাথ ঘোষ | সঞ্জয় ঘোষ (বাপ্পা) | নিশীথ পাত্র |
মাঠ সচিব | স্বাধীন মল্লিক | উত্তম সাহা | - |
হকি সচিব | শৈলেন্দ্রনাথ ঘোষ | মহেশ তেগরিওয়াল | অলকেশ গাঙ্গুলি |
ফুটবল সচিব | দেবাশিস রায় | স্বপন বন্দ্যোপাধ্যায় | - |
ইয়ুথ ফুটবল সচিব | সোহিনী মিত্র চৌবে | বিদেশ বসু | - |
অ্যাথলেটিক্স সচিব | কাশীনাথ দাস | দেবাশিস মিত্র | - |
মিত্র গোষ্ঠী সরকারিভাবে প্যালেন জমা না-দিলেও যাঁদের প্যানেলে থাকার সম্ভবনা রয়েছে সেই তালিকা তুলে ধরা হল।
২৮ অক্টোবর মোহনবাগানের নির্বাচন। ক্লাব তাঁবু না নেতাজি ইন্ডোর—প্রায় সাড়ে আট হাজার সদস্য কোথায় ভোট দেবেন, তা নিয়ে এ দিনও সিদ্ধান্ত হয়নি। ৩০ সেপ্টেম্বর মনোনয়ন পরীক্ষা হবে। ৩ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।