আই লিগের প্রস্তুতিতে মসগুল মোহনবাগান

পুজো শুরু হতে হাতে গোনা কয়েকদিন বাকি। শারদোতসবের আনন্দে মাততে অধীর অপেক্ষায় বাঙালিরা।

Updated By: Sep 27, 2011, 11:38 PM IST

পুজো শুরু হতে হাতে গোনা কয়েকদিন বাকি।
শারদোতসবের আনন্দে মাততে অধীর অপেক্ষায় বাঙালিরা।
অবশ্য পুজোতে ছুটি নেই মোহনবাগান ফুটবলারদের।
ডুরান্ড কাপ বা সিকিম গোল্ড কাপ খেলতে যাচ্ছে না মোহনবাগান।
কলকাতায় থেকেই পুজোয় সময় আই লিগের প্রস্তুতি সারবেন সবুজ-মেরুন ফুটবলাররা।
অক্টোবরের শুরু থেকে পনেরো দিন ময়দান বন্ধ থাকবে।তাই যুবভারতীর ফিল্ডটার্ফে অনুশীলন করার পরিকল্পনা রয়েছে মোহনবাগানের।

Tags:
.