স্পনসর ইস্যুতে সামিল আরও ব্রিটিশ রাজনীতিবিদ
লন্ডন অলিম্পিকে স্পনসর তালিকায় `ডাও কেমিক্যালস`-কে রাখায় প্রতিবাদ তুঙ্গে। শুক্রবার প্রতিবাদে সামিল হলেন ইংল্যান্ডের আরও বেশ কয়েকজন রাজনৈতিক নেতা।
লন্ডন অলিম্পিকে স্পনসর তালিকায় `ডাও কেমিক্যালস`-কে রাখায় প্রতিবাদ তুঙ্গে। শুক্রবার প্রতিবাদে সামিল হলেন ইংল্যান্ডের আরও বেশ কয়েকজন রাজনৈতিক নেতা। ১৯৮৪ সালে ভোপাল গ্যাস দুর্ঘটনায় অভিযুক্ত সংস্থার নাম স্পনসর তালিকায় থাকায় ইতিমধ্যেই লন্ডন অলিম্পিকের এথিকস কমিশনারের পদ থেকে ইস্তফা দিয়েছেন মেরেডিথ আলেকজান্ডার। ডাও কেমিক্যালসকে স্পনসর তালিকায় রাখার বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির অলিম্পিক স্যাডো মিনিস্টার টেসা জোয়েল। তিনি বলেন, `আমরা বিতর্ক নয়, সমাধান চাই। আমি চাই না, স্পনসর ইস্যু অলিম্পিকে কোনও প্রভাব ফেলুক। সমাধানসূত্র খোঁজার জন্য এখনও সময় আছে।` ডাও কেমিক্যালস ইস্যুতে ভারতের রাজনৈতিক নেতাদেরও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন লেবার পার্টির এমপি ব্যারি গার্ডিনার। একটি সর্বভারতীয় টিভি চ্যানেলকে তিনি জানিয়েছেন, ডাও কেমিক্যালস-এর স্পনসর তালিকায় থাকা নিয়ে ভারতের রাজনৈতিক নেতাদের অবস্থান নির্দিষ্ট করা প্রয়োজন। বিষয়টিতে ভারতের আরও চাপ বাড়ানো উচিত।