রাফা ঝড়ে বিপর্যস্ত ফেড
বৃহস্পতিবার রড লেভার এরিনায় রাফা রুলস্। অস্ট্রেলিয়া ওপেনের পুরুষদের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্ধী রজার ফেডেরারকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারিয়ে ফাইনালে উঠলেন নাদাল।
বৃহস্পতিবার রড লেভার এরিনায় রাফা রুলস্। অস্ট্রেলিয়া ওপেনের পুরুষদের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্ধী রজার ফেডেরারকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারিয়ে ফাইনালে উঠলেন নাদাল। প্রথম সেটে ৬-৭ হেরে পিছিয়ে পড়লেও, দ্বিতীয় সেট থেকেই শুরু ফেড এক্সপ্রেসকে থামিয়ে দেওয়ার জন্য রাফার পাওয়ার প্লে। পরপর তিনটি সেটে ৬-২, ৭-৬, ৬-৪ ফলে সুইস সুপারস্টার ফেডেরারকে হারিয়ে ফাইনালে চলে গেলেন নাদাল। নাদালের পাওয়ার টেনিসের কাছে হেরে গেল ফেডেরারের বয়সের ভারে হারানো রিফ্লেক্স।
অস্ট্রেলিয়ান ওপেনে দুই বিভাগে এগোলেন লিয়েন্ডার পেজ। পুরুষদের ডাবলসের ফাইনালে উঠল লিয়েন্ডার পেজ ও রাডেক স্টেপানেক জুটি। এই ইন্দো-চেক জুটি সেমিফাইনালে হারায় ম্যাক্স মিরনি-ড্যানিয়েল নেস্টর জুটিকে। প্রথম সেটে ২-৬-তে লি-স্টেপানেক জুটি পিছিয়ে থাকলেও, দ্বিতীয় সেট থেকেই নিজেদের ছন্দ খুঁজে পায় এই ইন্দো-চেক জুটি। পরপর দুটি সেটে ৬-৪, ৬-৪ ফলে জিতে ফাইনালে যাওয়া নিশ্চিত করেন তাঁরা। ফাইনালে লিয়েন্ডার-স্টেপানেকের প্রতিপক্ষ ব্রায়ান ভাইরা। অন্যদিকে মিক্সড ডবলসের সেমিফাইনালে উঠল পেজ-ভেসনিনা জুটি। লিজা রেমন্ড-রোহন বোপান্না জুটিকে স্ট্রেট সেটে হারিয়ে দেন পেজরা। খেলার ফল ৬-২, ৬-২।
অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গলস ফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কার মুখোমুখি মারিয়া শারাপোভা। রড লেভার এরিনায় সেমিফাইনালে পেট্রা কিভিটোভাকে ছয়-দুই, তিন-ছয়, ছয়-চার ফলে হারিয়ে দেন রুশ সুন্দরী শারাপোভা। কিভিটোভা অস্বস্তিতে থাকায় প্রথম সেট সহজেই জিতে নেন চতুর্থ বাছাই শারাপোভা। তারপর দ্বিতীয় সেটে দুরন্ত কামব্যাক করেন কিভিটোভা। তৃতীয় সেটে শারাপোভার সার্ভিংয়ে কিছু সমস্যা দেখা যায়। পাঁচটি ডবল ফল্ট করেন তিনি। কিন্তু একগাদা ভুলের খেসারত দিয়ে তৃতীয় সেট হারেন কিভিটোভা। অপরদিকে কিম ক্লিস্টার্সকে ৬-৪, ১-৬, ৬-৩ সেটে হারিয়ে প্রথম বারের জন্য গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে পৌঁছলেন ভিক্টোরিয়া আজারেঙ্কা।