শীর্ষে থেকে মরগ্যানের মন্ত্র এখন আরও পরিশ্রম
স্বপ্নের ফুটবল খেলছে ইস্টবেঙ্গল। আই লিগের শীর্ষে ট্রেভর মরগ্যানের দল। ইস্টবেঙ্গল ফুটবলাররা বলছেন,শীর্ষে ওঠার থেকে শীর্ষ স্থান ধরে রাখা আরও কঠিন। তাই এই ছন্দ ধরে রাখতে হলে আরও কঠোর পরিশ্রম করতে হবে তাদের। দলের অধিনায়ক মেহতাব সতীর্থ মনে করিয়ে দিচ্ছেন,এই দলে কারও জায়গাই পাকা নয়। তাই সবাইকেই সেই জায়গা আদায় করে নিতে হবে। আই লিগে ইস্টবেঙ্গলের পরের ম্যাচ সালগাঁওকরের বিরুদ্ধে।
স্বপ্নের ফুটবল খেলছে ইস্টবেঙ্গল। আই লিগের শীর্ষে ট্রেভর মরগ্যানের দল। ইস্টবেঙ্গল ফুটবলাররা বলছেন,শীর্ষে ওঠার থেকে শীর্ষ স্থান ধরে রাখা আরও কঠিন। তাই এই ছন্দ ধরে রাখতে হলে আরও কঠোর পরিশ্রম করতে হবে তাদের। দলের অধিনায়ক মেহতাব সতীর্থ মনে করিয়ে দিচ্ছেন,এই দলে কারও জায়গাই পাকা নয়। তাই সবাইকেই সেই জায়গা আদায় করে নিতে হবে। আই লিগে ইস্টবেঙ্গলের পরের ম্যাচ সালগাঁওকরের বিরুদ্ধে।
লাল-হলুদের সাম্প্রতিক সাফল্যের কারণ হিসাবে ডিফেন্সের নির্ভরতাকে তুলে ধরছেন মরগ্যান। ইস্টবেঙ্গল কোচের স্পষ্ট বক্তব্য,জয়ের বা সাফল্যের স্পটলাইট সবসময়ই থাকে স্ট্রাইকারদের উপর। কিন্তু ভুলে গেলে চলবে না,আই লিগে মাত্র এক গোল হজম করেছে ইস্টবেঙ্গল। ওপারা-অর্ণবদের নির্ভরতার জন্যই স্ট্রাইকারদের কাজ আরও সহজ হয়ে যাচ্ছে। গত বছর বেশ কয়েকটা গুরুত্বপূর্ন ম্যাচে ডিফেন্ডারদের ভুলে ডুবতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। এবার তাই মরসুমের শুরু থেকেই সেদিকে বাড়তি নজর দিয়েছিলেন মরগ্যান।
এদিকে মরগ্যান জমানায় টানা ৩১ ম্যাচে অপরাজিত ইস্টবেঙ্গল। লাল-হলুদের অপরাজিত থাকার রেকর্ড নিয়ে ধোঁয়াশা রয়েছে। সেসবের মধ্যে ঢুকতে নারাজ কোচ মরগ্যান। দল এই মুহূর্তে যা ফুটবল খেলছে,তা উপভোগ করতে চান সাহেব কোচ। তবে দলের মধ্যে আত্মতুষ্টি যেন না আসে, সেদিকে সতর্ক মরগ্যান। মরগ্যান বলছেন, ফুটবলে ভাল সময় যেন আসে,তেমনই খারাপ সময়ও আসে। তাই ততদিন ভাল সময় থাকবে,তা উপভোগ করে নিতে হয়।