জানেন এবারের ইউরোয় সবথেকে দামী কোচ কে?

বার্ষিক প্রায় পয়ত্রিশ কোটি টাকার চুক্তিতে ইংল্যান্ডের দায়িত্বে রয়েছে রয় হজসন। অবাক শুনতে হলেও এটাই সত্যি। আসন্ন ইউরোয় সবচেয়ে দামি কোচ হজসনই। পিছনে ফেলে দিয়েছেন অ্যান্টোনিও কন্তে,দিদিয়ে দেশঁ,জোয়াকিম লো-দের। ইউরোয় চব্বিশটি দলের দায়িত্বে থাকা বিভিন্ন কোচেদের কার কি বেতন সেটা প্রকাশিত হয়েছে। তাতে সবার ওপরে রয়েছে হজসনের নাম। ট্রফি জয়ের মুখ দেখতে হজসনকে মোটা অর্থের টাকা দিতে রাজি হয়েছে ইংল্যান্ড ফুটবল ফেডারেশন।

Updated By: Jun 10, 2016, 02:16 PM IST
জানেন এবারের ইউরোয় সবথেকে দামী কোচ কে?

ওয়েব ডেস্ক: বার্ষিক প্রায় পয়ত্রিশ কোটি টাকার চুক্তিতে ইংল্যান্ডের দায়িত্বে রয়েছে রয় হজসন। অবাক শুনতে হলেও এটাই সত্যি। আসন্ন ইউরোয় সবচেয়ে দামি কোচ হজসনই। পিছনে ফেলে দিয়েছেন অ্যান্টোনিও কন্তে,দিদিয়ে দেশঁ,জোয়াকিম লো-দের। ইউরোয় চব্বিশটি দলের দায়িত্বে থাকা বিভিন্ন কোচেদের কার কি বেতন সেটা প্রকাশিত হয়েছে। তাতে সবার ওপরে রয়েছে হজসনের নাম। ট্রফি জয়ের মুখ দেখতে হজসনকে মোটা অর্থের টাকা দিতে রাজি হয়েছে ইংল্যান্ড ফুটবল ফেডারেশন।

যার ফলে ইউরো শুরুর আগে সবচেয়ে বেশি চাপে রয়েছেন হজসন। অন্যদিকে কার্যত বিনা পয়সায় রাশিয়ার দায়িত্বে রয়েছেন লিওনিড স্লুটস্কি। CSKA MOSCOW-র  দায়িত্ব সামলানোর পাশাপাশি রাশিয়ায় দায়িত্বে রয়েছেন এই কোচ। আর্থিক সমস্যার মধ্যে থাকা রাশিয়াকে সাহায্য করতে এগিয়ে এসেছেন স্লুটস্কি।

.