টি২০ ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে ৩০০ উইকেটের মালিক ব্রাভো
টি২০ ক্রিকেটে ক্যারিবিয়ানদের সুদিনে আরও এক নজির। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের বিশ্বসেরা দেশের ক্রিকেটার ডয়েন ব্রাভো গড়লেন এক কীর্তি। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে সব ধরনের টি২০ ক্রিকেটে ৩০০ উইকেটের মালিক হলেন ব্রাভো। সোমবার মোহালিতে কিংস ইলেভন পঞ্জাব ম্যাচে ৪ উইকেট তুলে নেওয়ার পর টি২০-তে এখন ব্রাভোর উইকেট সংখ্যা ৩০২।
ওয়েব ডেস্ক: টি২০ ক্রিকেটে ক্যারিবিয়ানদের সুদিনে আরও এক নজির। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের বিশ্বসেরা দেশের ক্রিকেটার ডয়েন ব্রাভো গড়লেন এক কীর্তি। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে সব ধরনের টি২০ ক্রিকেটে ৩০০ উইকেটের মালিক হলেন ব্রাভো। সোমবার মোহালিতে কিংস ইলেভন পঞ্জাব ম্যাচে ৪ উইকেট তুলে নেওয়ার পর টি২০-তে এখন ব্রাভোর উইকেট সংখ্যা ৩০২।
এই তালিকায় ব্রাভোর ঠিক পিছনেই আছেন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা (২৯৯), ইয়াসির আরাফাত (২৭৭)। বিশ্বের বিভিন্ন লিগে খেলেন ব্রাভো। স্লোয়ার থেকে ইয়ার্কার, বোলিং বৈচিত্রের জন্যই ব্রাভোর এই সাফল্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু উইকেটের বিচারে নয় কম রান দেওয়ার ব্যাপারেও বেশ দক্ষ ব্রাভো। ধোনির সিএসকে-র আইপিএলের মহাসাফল্যের পিছনে বোলার ব্রাভোর বড় অবদান ছিল। এখন ব্রাভোকে নিয়ে আশায় বুক বেধেছে গুজরাট লায়ন্স।