Sunil Gavaskar: ধোনি-শাস্ত্রীর মতবিরোধ নিয়ে শঙ্কিত গাভাস্কর!
তিনটি আইসিসি ট্রফি জয়ী কিংবদন্তি অধিনায়ক ধোনি এই প্রথম কিন্তু মেন্টর হচ্ছেন না।
নিজস্ব প্রতিবেদন: আসন্ন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারতীয় ড্রেসিংরুমে এমএস ধোনির (MS Dhoni) সংযোজনে উচ্ছ্বসিত সুনীল গাভাস্কর (Sunil Gavaskar)। কিন্তু একই সঙ্গে তিনি আবার শঙ্কিত! গাভাস্কর এই প্রার্থনাই করছেন যে, ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রীর (Ravi Shastri) সঙ্গে যেন মেন্টর ধোনির (MS Dhoni) যেন মতবিরোধ না হয়।
আরও পড়ুন: Taliban মহিলা ক্রিকেট নিষিদ্ধ করলে Afghanistan-এর বিরুদ্ধে টেস্টে না অস্ট্রেলিয়ার
একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে গাভাস্কর বলেন, "ধোনির নেতৃত্বে ভারত ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ ও ২০১১ সালে ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছে। অবশ্যই ধোনি আসায় দল উপকৃত হবে। রবি শাস্ত্রী জানে যে, কোচিংয়ে ধোনির আগ্রহ অত্যন্ত কম। শাস্ত্রী-ধোনির পার্টনারশিপ যদি ঠিক মতো হয় তাহলে দুর্দান্ত হবে। কিন্তু ট্যাকটিক্স ও দল নির্বাচন নিয়ে যদি মতবিরোধ হয়, তাহলে কিন্তু তার প্রভাব দলে পড়তে পারে। আমি প্রার্থনা করব এমনটা যেন না ঘটে। ধোনির নিয়োগ টিম ইন্ডিয়ার শক্তি বাড়াবে।"
তিনটি আইসিসি ট্রফি জয়ী কিংবদন্তি অধিনায়ক ধোনি এই প্রথম কিন্তু মেন্টর হচ্ছেন না। অতীতে ঝাড়খণ্ড ক্রিকেট দলের মেন্টর হিসেবেও পাওয়া গিয়েছিল তাঁকে। এবার দেখার থিঙ্ক ট্যাঙ্কে ধোনি আসায় ভারতীয় দল আসন্ন কুড়ি ওভারের বিশ্বকাপে কী ফুল ফোটাতে পারে!
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)