রাঁচির হারের পর ধোনিকে কাঁচি বলে 'কটাক্ষ' সেওয়াগের

টুইট বিতর্কে বীরেন্দ্র সেওয়াগ। রাঁচির মাঠে দাঁড়িয়ে চতুর্থ ওয়ানডেতে হারের পর বীরু টুইট করেন, ‘সহবাগ দ্য বস, ধোনি হ্যায় রাঁচি কা কাঁচি ---হিলারিয়াস'৷ বীরুর এমন টুইটের পরই উঠছে প্রশ্ন, তাহলে কী ধোনির বিপদে তিনি হিলারিয়াস , মানে দারুণ খুশি! ধোনিকে কাঁচি বলেই বা কী বোঝাতে চাইলেন বীরু! অনেকে অবশ্য বলছেন, নেহাতই মজা করেই সেওয়াগ এসব লিখেছেন।

Updated By: Oct 27, 2016, 11:01 AM IST
রাঁচির হারের পর ধোনিকে কাঁচি বলে 'কটাক্ষ' সেওয়াগের

ওয়েব ডেস্ক: টুইট বিতর্কে বীরেন্দ্র সেওয়াগ। রাঁচির মাঠে দাঁড়িয়ে চতুর্থ ওয়ানডেতে হারের পর বীরু টুইট করেন, ‘সহবাগ দ্য বস, ধোনি হ্যায় রাঁচি কা কাঁচি ---হিলারিয়াস'৷ বীরুর এমন টুইটের পরই উঠছে প্রশ্ন, তাহলে কী ধোনির বিপদে তিনি হিলারিয়াস , মানে দারুণ খুশি! ধোনিকে কাঁচি বলেই বা কী বোঝাতে চাইলেন বীরু! অনেকে অবশ্য বলছেন, নেহাতই মজা করেই সেওয়াগ এসব লিখেছেন।

আরও পড়ুন- রাঁচিতে ভারতের হার

এদিকে হারের পরেও দলের জুনিয়রদের পাশে দাঁড়ালেন ধোনি। ঘরের মাঠে হারের পর মাহি বললেন,'ওদের অভিজ্ঞতা প্রায় কিছুই নেই৷ সবে শিখছে৷ যত ম্যাচ যাবে, কোন পরিস্থিতিতে কী ভাবে খেলতে হয়, সেটাও জেনে যাবে জুনিয়ার৷ ওদের সময় দরকার৷'

রান তাড়া করতে না পারার ব্যর্থতা নিয়ে ধোনির বক্তব্য, 'উইকেট হাতে থাকলে ২৬০ তাড়া করা যেত৷ ব্যাপারটা অনেকটা দিল্লি ওয়ানডে-র মতো হয়ে দাঁড়ায়৷ ওখানে আমরা কিছুতেই বড় পার্টনারশিপ করতে পারছিলাম না। রাঁচির উইকেটে বিকেলে ব্যাট করার জন্য খুব ভালো ছিল৷ কিন্তু যত রাতের দিকে বল পুরোনো হওয়ায় উইকেট স্লো হয়ে গিয়েছে৷ শট খেলা তত কঠিন হয়েছে।'

.