কোহলির হয়ে পিচ পরিদর্শনে নিজেই নেমে পড়েন ধোনি

ভারত-অস্ট্রেলিয়া সিরিজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচটি হতে চলেছে রাঁচিতে। তাই বিরাট কোহলির হয়ে পিচ পরিদর্শনে নিজেই নেমে পড়েন মহেন্দ্র সিং ধোনি। নিজের শহরে প্রথম টেস্ট। তাই বাড়তি উদ্যোগ মাহির। বিরাট কোহলির প্রতিনিধি হয়ে রাঁচি স্টেডিয়ামের ২২ গজ পরখ করে আসলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি । ঝাড়খন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন টেস্ট ম্যাচ করার স্বীকৃতি পাওয়ার পর এটা প্রথম টেস্ট রাঁচিতে । নিজের শহরে প্রথম টেস্ট । বাড়তি দায়িত্ব তো থাকবেই । পরোক্ষভাবে ধোনিকে প্রশাসক হিসেবে পেয়ে বাড়তি উদ্যমে কাজ করছে ঝাড়খন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন । বেঙ্গালুরু ম্যাচে ডিআরএস বিতর্কের পর চার্জ কোহলি ব্রিগেড ।

Updated By: Mar 10, 2017, 09:57 AM IST
 কোহলির হয়ে পিচ পরিদর্শনে নিজেই নেমে পড়েন ধোনি

ওয়েব ডেস্ক: ভারত-অস্ট্রেলিয়া সিরিজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচটি হতে চলেছে রাঁচিতে। তাই বিরাট কোহলির হয়ে পিচ পরিদর্শনে নিজেই নেমে পড়েন মহেন্দ্র সিং ধোনি। নিজের শহরে প্রথম টেস্ট। তাই বাড়তি উদ্যোগ মাহির। বিরাট কোহলির প্রতিনিধি হয়ে রাঁচি স্টেডিয়ামের ২২ গজ পরখ করে আসলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি । ঝাড়খন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন টেস্ট ম্যাচ করার স্বীকৃতি পাওয়ার পর এটা প্রথম টেস্ট রাঁচিতে । নিজের শহরে প্রথম টেস্ট । বাড়তি দায়িত্ব তো থাকবেই । পরোক্ষভাবে ধোনিকে প্রশাসক হিসেবে পেয়ে বাড়তি উদ্যমে কাজ করছে ঝাড়খন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন । বেঙ্গালুরু ম্যাচে ডিআরএস বিতর্কের পর চার্জ কোহলি ব্রিগেড ।

আরও পড়ুন কোহলি-স্মিথ DRS বিতর্ক : ঘটনায় হস্তক্ষেপ করবে না ICC

তার উপর অভাবনীয় কামব্যাকের পর এবার ভারতীয় টিম ম্যানেজমেন্টের লক্ষ্য রাঁচিতে  অসিদের বিরুদ্ধে  সিরিজে এগিয়ে যাওয়া । সেই রাস্তা প্রশস্ত করতেই বাড়তি উদ্যোগ ধোনির । তাই পিচ নিয়ে কিউরেটারের সাথে দীর্ঘসময় কথা বলেন ধোনি । বেশকিছু প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন ধোনি । প্রাক্তন ভারত অধিনায়ক  চাইছেন  পুণে বা বেঙ্গালুরুর মত নয় , তার শহরে প্রথম টেস্ট ম্যাচ হোক বিতর্কহীন ভাবে । যদিও ধোনির স্টেডিয়াম সফরকে রুটিন সফর বললেন পিচ কিউরেটার । তার দাবি ,  শহরে থাকলেই ধোনি স্টেডিয়ামে আসেন , ট্রেনিং করেন , নানভাবে সময় ব্যয় করেন । এটা নতুন কিছু নয় । ভারত-অস্ট্রেলিয়া সিরিজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচটি হতে চলেছে রাঁচিতে । কাকতলীয়ভাবে এই ম্যাচটি  ঝাড়খন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন টেস্ট আয়োজনের অভিষেক ম্যাচ । সংগঠকদের মত ধোনিও চাইছেন নিজের শহরের প্রিয় স্টেডিয়ামটির টেস্ট খেলার সূচনা হোক জয় দিয়ে । তাই ধোনির এত বাড়তি উদ্যোগ ।

আরও পড়ুন এবার এই ব্র্যান্ডের বিজ্ঞাপনেও দেখা যাবে বিরাট কোহলিকে

.