কোমর দুলিয়ে ভাইরাল ধোনি, হেসে খুন সাক্ষী!

ক্রিকেট মহল যখন তাঁকে নিয়ে উত্তাল তখন বলিউড গানে কোমর দুলিয়ে ভাইরাল হয়ে গেলেন বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক। যা দেখে হেসে খুন সাক্ষী ধোনিও।

Updated By: Nov 9, 2017, 06:49 PM IST
কোমর দুলিয়ে ভাইরাল ধোনি, হেসে খুন সাক্ষী!

নিজস্ব প্রতিবেদন: ছোট ফর্ম্যাটে তাঁর আর প্রয়োজন আছে কিনা তা নিয়ে দ্বিধাবিভক্ত ক্রিকেট মহল। ২০ ওভারের ক্রিকেটে ধোনির অবসরের পক্ষে সওয়াল করেছেন কিংবদন্তি ভিভিএস লক্ষ্মণ। পাল্টা 'মাহি ভাই'য়ের পাশে দাঁড়িয়েছেন 'চিকু'। ভারত অধিনায়কের সঙ্গে সহমত হয়েছেন সদ্য অবসর নেওয়া নেহরাজিও। ধোনির মতো অভিজ্ঞ ক্রিকেটারের দলে প্রয়োজনীয়তা নিয়ে সমালোচকদের একহাত নিয়েছেন কোচ রবি শাস্ত্রীও। বড় বড় শিরোনাম, পাতার পর পাতা লেখায় ভরেছে সংবাদপত্র। ধোনি কিন্তু নির্বিকার। ঠাণ্ডা মাথার মহেন্দ্র রয়েছেন নিজের তালেই। ক্রিকেট মহল যখন তাঁকে নিয়ে উত্তাল তখন বলিউড গানে কোমর দুলিয়ে ভাইরাল হয়ে গেলেন বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক। যা দেখে হেসে খুন সাক্ষী ধোনিও।

দেখুন সেই ভিডিও- 

 

Such an adorable video of our #CaptainCool #SuperAdorable #Throwback #MsDhoni #SakshiDhoni #Dance #SapnaMotiBhavani

A post shared by Cricket Shots® (@cricketshots) on

আরও পড়ুন- রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসে ভয় বিরাটের!

 

 

.