ভারতীয় সেনার হয়ে প্রশিক্ষণের অনুমতি পেলেন মহেন্দ্র সিং ধোনি!
জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে প্রশিক্ষণ নেবেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক।
নিজস্ব প্রতিবেদন : ভারতীয় সেনার হয়ে কাজ করার অনুমতি পেয়ে গেলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন ধোনি। অবসর প্রশ্নে জল ঢেলে দিয়ে এমএসডি জানিয়ে দিয়েছিলেন, আগামী দু'মাস তিনি ক্রিকেট খেলবেন না। ক্রিকেট থেকে ছুটি নিয়ে আগামী দু'মাস ধোনি টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্ট-এ বিশেষ ট্রেনিংয়ে ব্যস্ত থাকবেন।
Bipin Rawat allows MS Dhoni to train with Parachutes for 2 months
New Delhi: Army Chief General Bipin Rawat approved former Indian cricket team captain MS Dhoni's request to train with the Parachute regiment for two months#Dhoni pic.twitter.com/H65qZGinBi
— DHANYARAJ (@dhanyarajkhs) July 22, 2019
ধোনিকে প্যারা রেজিমেন্টে ট্রেনিং নেওয়ার জন্য অনুমতি দিলেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে প্রশিক্ষণ নেবেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক। এই দুই মাস সেনাদের মতো করেই জীবন কাটাবেন এমএস ধোনি। তবে সেনা অভিযানের সময় অবশ্য তিনি থাকবেন না। ২০১১ সালে ধোনিকে প্যারাশুট রেজিমেন্টের লেফটেনেন্টে কর্নেল পদে সম্মানিত করে ভারতীয় সেনা।
আরও পড়ুন - ধোনির মতো লেজেন্ডরা জানেন কবে অবসর নিতে হবে: এমএসকে প্রসাদ