MS Dhoni: ছিলেন খড়গপুরের টিকিট পরীক্ষক, ধোনিকে দেওয়া রেলের নিয়োগপত্র ফাঁস! কত ছিল বেতন?

MS Dhoni's First Appointment Letter For Indian Railways: ধোনিকে দেওয়া ভারতীয় রেলওয়েজের নিয়োগপত্র ভাইরাল হয়ে গেল। বেতনের অর্থ শুনলে চমকে যাবেন। 

Updated By: Feb 27, 2024, 03:47 PM IST
MS Dhoni: ছিলেন খড়গপুরের টিকিট পরীক্ষক, ধোনিকে দেওয়া রেলের নিয়োগপত্র ফাঁস! কত ছিল বেতন?
ফিরল ধোনির খড়গপুরের দিন!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গলি থেকে রাজপথ ; তাঁর ক্রিকেটীয় যাত্রাকে এই তিন শব্দেই বাঁধা যায়। লেখা যায়- 'দ্য় ম্য়ান, দ্য় মিথ, দ্য় লেজেন্ড'। কথা হচ্ছে কিংবদন্তি এমএস ধোনিকে (MS Dhoni) নিয়ে। ট্রফির বিচারে ভারতের সর্বশ্রেষ্ঠ অধিনায়ক তিনি। বাইশ গজেরও সর্বকালের অন্য়তম সেরা ক্য়াপ্টেন। উইকেটকিপার-ব্য়াটারদের ইতিহাস লিখলেও ধোনিকে নিয়ে হবে প্রথম পাঁচ। এমনকী ফিনিশারদের নিয়ে শব্দ খরচ করলেও একদম প্রথমসারিতে তিনি। একমেবাদ্বিতীয়ম মাহি। তাঁর জীবনের কোনও স্টোরিই আর অনুরাগীদের কাছে আনটোল্ড নয়। সবটাই জানেন ফ্য়ানরা। তবুও সম্প্রতি ধোনির এমন এক জিনিস ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়, যা দেখে অনুরাগীরা উদ্বেল হয়ে গিয়েছেন।

আরও পড়ুন: Mohammed Shami: হাসপাতালের বিছানায় বিশ্বকাপ নক্ষত্র! উদ্বিগ্ন স্বয়ং নমো, দিলেন ফেরার আগুনে মন্ত্র

 

 

রাঁচির রাজপুত্র ২০০১ সালে 'স্পোর্টস কোটায়' রেলে টিকিট পরীক্ষকের চাকরি পেয়েছিলেন। একথা সকলেরই জানা। তখন রাঁচি ছেড়ে খড়গপুরে চলে আসেন তিনি। গোলখুলির রেল কোয়ার্টারে এক বছর ছিলেনও তিনি। এরপর ভারতীয় দলে সুযোগ পেয়ে খড়্গপুর ছাড়েন ধোনি। বাকিটা ইতিহাস। ধোনিকে দেওয়া দক্ষিণ পূর্ব রেলওয়ের সেই নিয়োগপত্রের ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গেল। সদ্য়সমাপ্ত ভারত-ইংল্য়ান্ড রাঁচি টেস্ট চলাকালীনই অনলাইন সম্প্রচারকারী প্ল্য়াটফর্মের পক্ষ থেকে সেই নিয়োগপত্রের ছবি দেখানো হয়েছে। ধোনি ৩০৫০ টাকা বেতন পেতেন সেই সময়। যদিও অতীতে এই নিয়োগপত্র ভাইরাল হয়েছিল। সচিন তেন্ডুলকরের পর ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় সুপারস্টারের নাম ধোনি। তিনি নিজেকে নিয়ে গিয়েছেন গগনচুম্বী উচ্চতায়। ধোনি বছরে ১৩০ কোটি টাকার উপরেই উপার্জন করেন। 

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো থেকে ধোনির সোনার দৌড় শুরু হয়। তাঁর নেতৃত্বেই ভারত ২০১১ সালে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জেতে। আর এর ঠিক দুই বছর পর ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ধোনি অ্যান্ড কোং। এরপর থেকে এখনও পর্যন্ত কোনও ভারত অধিনায়কই দেশকে আইসিসি ট্রফি জেতাতে পারেননি। ফলে ধোনি আজও পূজিত সর্বত্র। 

ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস গতবছর আইপিএলচ্যাম্পিয়ন হয়েছে। পঞ্চমবারের জন্য এই খেতাব জিতেছে 'ইয়েলো আর্মি'। ভারতের কিংবদন্তি অধিনায়ক দলকে আইপিএল চ্যাম্পিয়ন করিয়েও, সেভাবে সুখের সময় কাটাতে পারেননি। মাহি গোটা আইপিএলেই খেলেছিলেন মারাত্মক হাঁটুর চোট নিয়ে। আইপিএল ফাইনাল শেষ হওয়ার পরেই মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে তাঁকে ছুটতে হয়েছিল। আর্থোস্কোপিক রিপেয়ারের জন্য ধোনিকে মাইক্রোসার্জারি করাতে হয়ে। যদিও এখন ধোনি পুরো ফিট। আইপিএলে নামার জন্য় অনুশীলন শুরু করে দিয়েছেন। চলতি বছর আইপিএল শুরু হতে চলেছে ২২ মার্চ থেকে। চলবে ৭ এপ্রিল পর্যন্ত। প্রথম ম্য়াচেই মুখোমুখি ধোনির সিএসকে ও ফাফ দু প্লেসিসের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। ধোনিদের ঘরের মাঠ চেন্নাইয়ের চিপকে অবস্থিত এমএ চিদম্বরম স্টেডিয়ামে হবে খেলা।

আরও পড়ুন: বেজে গেল যুদ্ধের দামামা, রইল নাইটদের সূচি, ইডেনে নীতীশরা কবে নামছেন?

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.