মিশন IPL 2021, মরুদেশে পৌঁছে গেলেন Hardik Pandya ও Krunal Pandya
আইপিএলের প্রথম পর্বে মুম্বই সেভাবে চ্যাম্পিয়নদের মতো পারফর্ম করতে পারেনি।
নিজস্ব প্রতিবেদন: আইপিএলের (IPL 2021) দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর থেকে। আইপিএল খেলতে আবু ধাবি পৌঁছে গেলেন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) দুই স্টার অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) ও ক্রুনাল পাণ্ডিয়া (Krunal Pandya)। সর্বোচ্চ ও পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দল এই মুহূর্তে লিগ তালিকায় চারে। আইপিএলের প্রথম পর্বে মুম্বই সেভাবে চ্যাম্পিয়নদের মতো পারফর্ম করতে পারেনি। তবে দ্বিতীয় পর্বে তারা ঘুরে দাঁড়াবে এমনটা প্রত্যাশা করা যায়।
আরও পড়ুন: Pat Cummins র বিকল্প খুঁজে নিল নাইটরা! ধোনি-বিরাটের দলে খেলা পেসারকে নিল KKR
(@mipaltan) August 25, 2021
(@hardikpandya7) August 26, 2021
করোনার ধাক্কায় চলতি বছর মাঝ পথে বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল। অতিমারি আবহে ভারত থেকে আইপিএল ফের স্থানান্তরিত হয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে। চোদ্দতম আইপিএল শেষ ১৫ অক্টোবর। আর তার ঠিক দু'দিন পরেই শুরু টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। একেবারে ঘাড়ে ঘাড়ে দুই ক্রিকেটীয় আগুনে ইভেন্ট চলবে সংযুক্ত আরব আমিরশাহিতে। আইপিএল খেলেই বহু ক্রিকেটার নেট প্র্যাকটিস সেরে নেবেন বিশ্বকাপের।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)