ISL 2021: হাতে সময় কম! দল গঠনে কাদের দিকে নজর রেখেছে SC East Bengal ?

শ্রী সিমেন্টকে শক্তিশালী দল গড়তে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছে ইস্টবেঙ্গল।

Updated By: Aug 26, 2021, 06:43 PM IST
ISL 2021: হাতে সময় কম! দল গঠনে কাদের দিকে নজর রেখেছে SC East Bengal ?

নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে ইস্টবেঙ্গল (SC East Bengal) খেলছে আইএসএল (ISL 2021) । কিন্তু দীর্ঘ সময় চুক্তি জটিলতার জন্য দল গোছানোর ব্যাপারটা সারতে পারেনি লাল-হলুদ। চলতি কলকাতা লিগ খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও ইস্টবেঙ্গল যে আইএসএল খেলবে তা নিশ্চিত। 

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় ফিরল SC East Bengal, Mamata Banerjee কে ধন্যবাদ জানিয়ে পোস্ট

এখন ইস্টবেঙ্গলের হাতে সময় মাত্র পাঁচ দিন। ৩১ অগস্টের মধ্যে গুছিয়ে ফেলতে হবে দল। নাহলে ইস্টবেঙ্গলকে ট্রান্সফার ফি দিয়েই ফুটবলার নিতে হবে, নাহলে সই করাতে হবে ফ্রি ফুটবলারদের। রীতিমতো কঠিন কাজ তা বলাই যায়। বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টকে শক্তিশালী দল গড়তে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছে ক্লাব। জানা যাচ্ছে মহম্মদ রফিক, অঙ্কিত মুখার্জি, সৌরভ দাস, রাজু গায়কোয়াড়, বিকাশ জাইরু, জেজে লালপেখলুয়া, বলবন্ত সিং, মিরশাদ মিচু, শুভম সেনের মত একাধিক খেলোয়াড়দের ক্লাবে থেকে যাওয়ার অনুরোধ করা হয়েছে।  প্রস্তাব দেওয়া হয়েছে হীরা মণ্ডলকেও। 

আরও পড়ুন: East Bengal: 'শক্তিশালী দল গড়তে সবরকম সাহায্য করা হবে', শ্রী সিমেন্টকে আশ্বাস লাল-হলুদ কর্তাদের

পাঁচ বিদেশি ফুটবলারকেও  বেছে নেবেন কোচ রবি ফাওলার। গত মরসুমে খেলা ব্রাইট এনোবাখারে, মাটি স্টেইনম্যান, জ্যাক মাঘোমারা ক্লাবে নেই। ফলে ফাউলারের ওপর বিদেশি বাছাইয়ের বাড়তি দায়িত্ব বর্তাবে। এখন দেখার ইস্টবেঙ্গল এই অল্প সময়ের মধ্যে কাদের নিয়ে দল নামাতে পারে!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.