মুনরোর দাপটে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজ জয় নিউজিল্যান্ডের

৫৩ বলে ১০৪ রান। কলিন মুনরোর রান বৃষ্টির দৌলতে ২৪৩ রানের মহাসমুদ্র তৈরি করে দেয় নিউজিল্যান্ড, যা পার করতে গিয়ে ১৬.৩ ওভারেই গুটিয়ে যায় গেইলরা। ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ হয় ১২৪ রানে। যদিও চোটের কারণে ব্যাট করতে পারেননি শাই হোপ। 

Updated By: Jan 3, 2018, 07:29 PM IST
মুনরোর দাপটে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজ জয় নিউজিল্যান্ডের

ওয়েব ডেস্ক: সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ক্যারিবিয়ান জায়েন্টসের বিরুদ্ধে বড় জয় পেল কলিন মুনরোর দল। ১১৯ রানে গেইলদের হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের পকেটে পুরল নিউজিল্যান্ড। বুধবার বে ওভালে কলিন মুনরোর বিধ্বংসী ব্যাটিং এবং টিম সৌদির আগুনে বোলিংয়ের সামনে কার্যত নাকানিচুবানি খেয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। যার ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করতে হল কেভিন লুইসদের। তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড জিতল ২-০ ব্যাবধানে (দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ ড্র)।   

৫৩ বলে ১০৪ রান। কলিন মুনরোর রান বৃষ্টির দৌলতে ২৪৩ রানের মহাসমুদ্র তৈরি করে দেয় নিউজিল্যান্ড, যা পার করতে গিয়ে ১৬.৩ ওভারেই গুটিয়ে যায় গেইলরা। ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ হয় ১২৪ রানে। যদিও চোটের কারণে ব্যাট করতে পারেননি শাই হোপ। 

আরও পড়ুন- অলিম্পিক্সে এবার 'মোবাইলের মেডেল'

উল্লেখ্য, ডিসেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে ৩৫ বলে শতরান করে কলিন মুনরোকে ছুঁয়েছিলিন রোহিত শর্মা। কাল পর্যন্ত রোহিত এবং মুনরো দু'জনেই টি-টোয়েন্টিতে ২টি করে শতরানের মালিক ছিলেন। বুধবার নিজের রেকর্ড তো ভাঙলেনই, সঙ্গে রোহিতকেও ছাপিয়ে গেলেন কলিন মুনরো। 

আরও পড়ুন-  কেপটাউনের হাসপাতালে ভর্তি জাদেজা, 'ম্যাচ ফিট' ধাওয়ান

.