`বুড়ো` ফেডেরার কাছে এসে থামল মারের বিজয় রথ, অসি ওপেনের সেমিফাইনাল প্রস্তুত রজা-রাফা মহাকাব্যের জন্য
`বুড়ো` ফেডেরার র্যাকেটের কাছে হার মানল অ্যান্ডি মারের তারুণ্য। মেলবোর্নে ঠিক ১২ মাস আগে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে রজার ফেডেরার হেরেছিলেন ব্রিটেনের তরুণ মারের কাছে। কিন্তু এইবার ফেড-বার্গ এক্সপ্রেসের কাছে মাথা নত করলেন মারে-লেন্ডন কোচ শিষ্যের মহাজুটি। বুধবার রড লেভার এরেনায় ৬-৩, ৬-৪, ৬-৭, ৬-৩-এ স্কট তরুণ তুর্কী পরাজিত হলেন সুইস মহারথীর কাছে। অসি ওপেনের সেমিফাইনাল এবার আরও এক মহাযুদ্ধের সামনে। পুরুষ বিভাগে শেষ চারের লড়াইয়ে ফের মুখোমুখি দুই কিংবন্তী, রজার ফেডেরার এবং রায়ায়েল নাদাল।
`বুড়ো` ফেডেরার র্যাকেটের কাছে হার মানল অ্যান্ডি মারের তারুণ্য। মেলবোর্নে ঠিক ১২ মাস আগে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে রজার ফেডেরার হেরেছিলেন ব্রিটেনের তরুণ মারের কাছে। কিন্তু এইবার ফেড-বার্গ এক্সপ্রেসের কাছে মাথা নত করলেন মারে-লেন্ডন কোচ শিষ্যের মহাজুটি। বুধবার রড লেভার এরেনায় ৬-৩, ৬-৪, ৬-৭, ৬-৩-এ স্কট তরুণ তুর্কী পরাজিত হলেন সুইস মহারথীর কাছে। অসি ওপেনের সেমিফাইনাল এবার আরও এক মহাযুদ্ধের সামনে। পুরুষ বিভাগে শেষ চারের লড়াইয়ে ফের মুখোমুখি দুই কিংবন্তী, রজার ফেডেরার এবং রায়ায়েল নাদাল।
তৃতীয় সেটে অসাধারণ দুটো ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে সেট দখল করা ছাড়া গোটা ম্যাচে ফেডেরার দুর্দ্ধষ ফর্মের সামনে কার্যত দাঁড়াতেই পারেননি মারে। তৃতীয় সেটে ৫-৪ ফলাফল থেকে মারে যেন নিজেকে কিছুটা ফিরে পান। ট্রাইবেকার পর্যন্ত টেনে নিয়ে যান সেট। শেষমেশ সেট ছিনিয়েও নেন রজার কাছ থেকে। কিন্তু ওই প্রথম, ওই শেষ। ম্যাচের শেষে হতাশ মারে জানালেন ``ব্যাক সার্জারি কাটিয়ে এ বছর অস্ট্রলিয়া ওপেনে আসার আগে যথেষ্ট পরিশ্রম করেছিলাম আমি। কিন্তু সম্ভবত প্র্যাকটিশের জন্য যথেষ্ট ম্যাচ পাইনি।``
তবে স্কট তরুণ শিকার করে নিয়েছেন প্রথম দুই সেট তাঁর প্রতিদ্ধন্ধী ১৭ গ্র্যান্ড স্লামের মালিক অপ্রতিরোধ্য ছিলেন। মারে রীতিমত বাধ্য করেন আনফোর্সড এরর করতে। ৩২ বছরের কিংবদন্তী তৃতীয় সেটে গিয়ে কিছুটা খেই হারিয়ে ফেলেন। এগিয়ে থেকেও মারের কাছে সেট খোয়াতে হয় তাঁকে। তবে চতুর্থ সেটে ফের নিজের সেই পুরনো ছন্দে ফিরে আসেন রজা। ফলাফল? মেলবোর্ন সাক্ষী থাকল রজারের মারে জয়ের।