প্রতি ম্যাচে মাঠে নামার আগে কী করেন মুস্তাফিজুর?

আইপিএলে নিজের প্রথম বছরেই নজর কেড়েছেন বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমান। এর মধ্যে ৭ ম্যাচ খেলে নিয়েছেন ৮ উইকেট। সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটারদের মধ্যমণি হয়ে উঠেছেন বাংলাদেশের এই পেসার। আইপিএলের মাঠে নামার আগে ক্রিকেটাররা কী করেন তা নিয়ে দর্শকদের বেশ আগ্রহ। মুস্তাফিজুর মাঠে নামার আগে কী কাজ করেন সেটা নিয়ে আগ্রহের শেষ নেই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের।

Updated By: May 3, 2016, 11:39 AM IST
প্রতি ম্যাচে মাঠে নামার আগে কী করেন মুস্তাফিজুর?

ওয়েব ডেস্ক: আইপিএলে নিজের প্রথম বছরেই নজর কেড়েছেন বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমান। এর মধ্যে ৭ ম্যাচ খেলে নিয়েছেন ৮ উইকেট। সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটারদের মধ্যমণি হয়ে উঠেছেন বাংলাদেশের এই পেসার। আইপিএলের মাঠে নামার আগে ক্রিকেটাররা কী করেন তা নিয়ে দর্শকদের বেশ আগ্রহ। মুস্তাফিজুর মাঠে নামার আগে কী কাজ করেন সেটা নিয়ে আগ্রহের শেষ নেই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের।

এবার এই রহস্যই ফাঁস করে দিলেন তাঁর বাবা আবুল কাশেম গাজী। প্রতি ম্যাচে মাঠে নামার আগে মুস্তাফিজুর তাঁর বাবা ও মায়ের সঙ্গে কথা বলে আশীর্বাদ চান। এমন কোনও ম্যাচ নেই, যার আগে মুস্তাফিজুর তাঁর বাবা-মায়ের সঙ্গে ফোনে কথা বলে আশীর্বাদ চাননি। এ ব্যাপারে মুস্তাফিজুরের বাবা আবুল কাশেম গাজী বলেছেন, 'প্রতিদিনই তার সঙ্গে আমরা কথা বলি। প্রতি ম্যাচের আগে ও ফোন করে আমার কাছে এবং ওর মায়ের কাছে আশীর্বাদ চায়। আমাদের সঙ্গে কথা না বলে কোনও ম্যাচেই ও মাঠে নামে না।' ভারতে ভাষা আর গরম ছাড়া কোনও সমস্যাই নেই মুস্তাফিজুরের।

.