আক্রম-আখতার-ম্যাকগ্রাকে তো চ্যাপেল খেলেননি, সপাটে দিলেন সৌরভ

২০০৫ সালে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব হারানোর পাশাপাশি দল থেকেও বাদ পড়েছিলেন সৌরভ গাঙ্গুলি।

Updated By: Jul 22, 2020, 07:34 PM IST
আক্রম-আখতার-ম্যাকগ্রাকে তো চ্যাপেল খেলেননি, সপাটে দিলেন সৌরভ
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন: ফের একবার টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেলের বিরুদ্ধে মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ২০০৫ সালে টিম ইন্ডিয়া থেকে বাদ পড়ার পর কীভাবে নিজের মধ্যে আত্মবিশ্বাস বজায় রেখেছিলেন সে কথাই জানিয়েছেন কামব্যাক কিং বর্তমান বিসিসিআই সভাপতি।

সৌরভ গাঙ্গুলি বলেন, "২০০৫ সালে টিম ইন্ডিয়া থেকে বাদ পড়ার পরেও আত্মবিশ্বাস হারাইনি। কারণ ওয়াসিম আক্রম, গ্লেন ম্যাকগ্রা এবং শোয়েব আখতারের মতো তারকা ফাস্ট বোলারদের বিরুদ্ধে রান করার অভিজ্ঞতা ছিল আমার। তাই জানতাম সুযোগ পেলেই ঘুরে দাঁড়াব।"

২০০৫ সালে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব হারানোর পাশাপাশি দল থেকেও বাদ পড়েছিলেন সৌরভ গাঙ্গুলি। আর এই চক্রান্তের নেতৃত্বে ছিলেন ভারতীয় দলের তৎকালীন হেড কোচ গ্রেগ চ্যাপেল। সব সময় ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে চলতেন সৌরভ। এ প্রসঙ্গে তিনি বলেন, "২০০৫ সালে দল থেকে বাদ পড়ার পর আমি নিজেকে সবসময় উদ্বুদ্ধ করার চেষ্টা করতাম। নিজেকে বোঝাতাম ওয়াসিম আক্রম, শোয়েব আখতার এই সব ফাস্ট বোলারদের বিরুদ্ধে গ্রেগ নয়, আমি খেলেছি। তাই অজি কোচ আমার আত্মবিশ্বাসে চিড় ধরাতে পারবে না।"

আরও পড়ুন - আইসোলেশনেও বর্ণবিদ্বেষের শিকার! গুরুতর অভিযোগ তুললেন জোফ্রা আর্চার  

 

.