রহস্য ফাঁস; টিম ইন্ডিয়ার কোচের চুক্তিপত্রে কার্স্টেনের পরিবর্তে ছিল চ্যাপেলের নাম!

ভারতীয় দলের হেড কোচের চাকরির চুক্তিপত্র হাতে পেয়ে পড়তে গিয়ে দেখেন...

Updated By: Jun 16, 2020, 03:21 PM IST
রহস্য ফাঁস; টিম ইন্ডিয়ার কোচের  চুক্তিপত্রে কার্স্টেনের পরিবর্তে ছিল চ্যাপেলের নাম!

নিজস্ব প্রতিবেদন: মাত্র সাত মিনিটেই কীভাবে টিম ইন্ডিয়ার কোচ হয়েছিলে গ্যারি কার্স্টেন সে গল্প সবাই জেনে গিয়েছেন। এতদিন পরে আর এক রহস্য ফাঁস করলেন বিশ্বকাপজয়ী ভারতীয় কোচ। ভারতের কোচ হওয়ার চুক্তিপত্র হাতে নিয়ে অবাক হয়ে গিয়েছিলেন গ্যারি কার্স্টেন। কিন্তু কেন?

ভারতীয় দলের হেড কোচের চাকরির চুক্তিপত্র হাতে পেয়ে পড়তে গিয়ে দেখেন, সেখানে তাঁর নাম নয়, লেখা গ্রেগ চ্যাপেলের নাম। এতদিন পরে রহস্য ফাঁস করে গ্যারি জানান, "ভারতীয় ক্রিকেট বোর্ড আমাকে যে চুক্তিপত্র দিয়েছিল, সেটা গ্রেগ চ্যাপেলের ছিল। আমার নয়। আমি দেখার পর সঙ্গে সঙ্গে তা ফিরিয়ে দিই। বলি, স্যার আপনারা আমাকে আগের কোচের চুক্তিটা দিয়েছেন। সঙ্গে সঙ্গে বোর্ড সচিব পকেট থেকে পেন বের করে গ্রেগের নাম কেটে দিয়ে আমার নাম লিখে দেন।"

 

কখনও কোচিংয়ে তেমন আগ্রহ ছিল না। এমনকী কোনও আবেদনও জমা করেননি। শুধুমাত্র সুনীল গাভাসকরের অনুরোধে টিম ইন্ডিয়ার হেড কোচের মতো হাইপ্রোফাইল চাকরি মাত্র সাত মিনিটেই পেয়েছিলেন প্রোটিয়া তারকা গ্যারি কার্স্টেন। বাকিটা তো ইতিহাস। ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম কৌশলী তিনি তাতে কোনও সন্দেহ নেই।

 

আরও পড়ুন - তিন নম্বরে ব্যাটিং করলে আজ বেশিরভাগ রেকর্ডই ধোনির হত!  

 

.