মুদগল রিপোর্ট: বেটিং কেলেঙ্কারিতে জড়িত নন শ্রীবাসন। লাল কার্ড দেখলেন শিল্পা-পতি রাজ

Updated By: Nov 17, 2014, 06:01 PM IST
মুদগল রিপোর্ট: বেটিং কেলেঙ্কারিতে জড়িত নন শ্রীবাসন।  লাল কার্ড দেখলেন শিল্পা-পতি রাজ

মুদগল কমিটির রিপোর্টে ক্লিনচিট পেলেন এন শ্রীনিবাসন। সুপ্রিম কোর্টে মুদগল যে বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছেন তাতে ছাড় পেয়েছেন আইসিসির চেয়ারম্যান। যদিও রিপোর্টে বলা হয়েছে বেটিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন রাজস্থান রয়্যালসের কর্ণধার রাজ কুন্দ্রা। মিয়াপ্পনও বেটিংয়ে যুক্ত এমনই ইঙ্গিত পাওয়া গেছে মুদগল কমিটির রিপোর্টে।

মুদগল কমিটি সুপ্রিম কোর্টকে আরও জানান, শ্রীনিবাসন সহ বিসিসিআইয়ের চারজন অধিকারিকরা মুদগল রিপোর্টে অভিযুক্ত তিনজন খেলোয়াড়ের ফিক্সিংকাণ্ডে জড়িত থাকা বিষয়ে সবই জানত। কিন্তু তাঁরা কোনও পদক্ষেপ নেননি। যদিও একজন খেলোয়াড়ের নাম এখনও প্রকাশ করা হয়নি।

এদিকে শ্রীনিবাসনের জামাই গুরুনাথ মিয়াপ্পনকে বেআইনি বেটিংয়ে অভিযুক্ত করা হয়েছে। কিন্তু ম্যাচ ফিক্সিংয়ে জড়িত নন বলেই জানানো হয়েছে মুদগল কমিটির রিপোর্টে।

 

 

.