জেদ বজায় রেখে আইসিসিতে বোর্ডের প্রতিনিধি হিসাবে যাচ্ছেন শ্রীনি
শর্ত দিয়েছিলেন আইসিসি-তে পাঠানো হলে তবে তিনি বোর্ড সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন। সেটাই হল। জামাই কাণ্ডের জেরে বোর্ড প্রধানের পদ থেকে সরলেও শ্রীনি রয়ে গেলেন শ্রীনিতেই। লন্ডনে আইসিসির বার্ষিক বৈঠকে বিসিসিআইয়ের হয়ে প্রতিনিধিত্ব করবেন শ্রীনিবিসানই। শ্রীনির জায়গায় যখন ডালমিয়াকে বোর্ডের অন্তর্বতী সভাপতি করা হল তখন থেকেই একটা সন্দেহ ছিল, শ্রীনির সঙ্গে ডালমিয়ার আপোসের ফলেই বোর্ডে গদি পরিবর্তন হল।
শর্ত দিয়েছিলেন আইসিসি-তে পাঠানো হলে তবে তিনি বোর্ড সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন। সেটাই হল। জামাই কাণ্ডের জেরে বোর্ড প্রধানের পদ থেকে সরলেও শ্রীনি রয়ে গেলেন শ্রীনিতেই। লন্ডনে আইসিসির বার্ষিক বৈঠকে বিসিসিআইয়ের হয়ে প্রতিনিধিত্ব করবেন শ্রীনিবিসানই। শ্রীনির জায়গায় যখন ডালমিয়াকে বোর্ডের অন্তর্বতী সভাপতি করা হল তখন থেকেই একটা সন্দেহ ছিল, শ্রীনির সঙ্গে ডালমিয়ার আপোসের ফলেই বোর্ডে গদি পরিবর্তন হল।
আজকের পর সেই কথাটাতে আরও সিলমোহর পড়ল। ২৫ জুন থেকে শুরু হতে চলা আইসিসি-র এই বার্ষিক সভায় ডিআরএস পদ্ধতিতে নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। বোর্ডের পক্ষ থেকে বলা হল শ্রীনির অভিজ্ঞতার কথা মাথায় রেখে তাঁকে আইসিসির এই গুরুত্বপূর্ণ বৈঠকে পাঠানো হচ্ছে।