আইপিএলের সৌজন্যে যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তিন হাজার থেকে তিন কোটি ছাপিয়ে যাচ্ছে!
ওর নাম নাথু সিং। রাজস্থানের পেসার। গতকাল, শনিবার আইপিএল নিলামের আগে কেই বা তাঁকে চিনত। কিন্তু রাতারাতি প্রচার মাধ্যমের সার্চ লাইট গিয়ে পড়েছে এই নাথুর ওপর। নাথু প্রথম শ্রেণীর ঘরোয়া ক্রিকেটে মাত্র চারটে ম্যাচ খেলেছেন। খুব জোরে বল করতে পারেন বলে গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বোর্ড সভাপতি একাদশ দলে জায়গা হয়েছিল নাথুর। সেই নাথুই এখন রাতারাতি তারকা। দেশের প্রধান নির্বাচক সন্দীপ পাটিলের খুব ভরসা নাথুর ওপর। সেই ভরসায় সিলমোহর দিয়ে কোটির মর্যাদা দিল মুম্বই ইন্ডিয়ন্স। মার্টিন গুপ্তিলের মত ক্রিকেটার যেখানে অবিক্রিত থেকে যান সেই নিলামে ৩ কোটি ২০ লক্ষ দরে নাথুকে কিনল আম্বানির দল।
ওয়েব ডেস্ক: ওর নাম নাথু সিং। রাজস্থানের পেসার। গতকাল, শনিবার আইপিএল নিলামের আগে কেই বা তাঁকে চিনত। কিন্তু রাতারাতি প্রচার মাধ্যমের সার্চ লাইট গিয়ে পড়েছে এই নাথুর ওপর। নাথু প্রথম শ্রেণীর ঘরোয়া ক্রিকেটে মাত্র চারটে ম্যাচ খেলেছেন। খুব জোরে বল করতে পারেন বলে গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বোর্ড সভাপতি একাদশ দলে জায়গা হয়েছিল নাথুর। সেই নাথুই এখন রাতারাতি তারকা। দেশের প্রধান নির্বাচক সন্দীপ পাটিলের খুব ভরসা নাথুর ওপর। সেই ভরসায় সিলমোহর দিয়ে কোটির মর্যাদা দিল মুম্বই ইন্ডিয়ন্স। মার্টিন গুপ্তিলের মত ক্রিকেটার যেখানে অবিক্রিত থেকে যান সেই নিলামে ৩ কোটি ২০ লক্ষ দরে নাথুকে কিনল আম্বানির দল।
নাথুর বাবা মাসিক মাত্র সাত হাজার টাকা শ্রমিকের কাজ করেন। নাথুই জানালেন,'' বলতে দ্বিধা নেই আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাত্র হাজার তিনেক টাকা আছে। যা বুঝছি তাতে মনে হচ্ছে এবার কোটিপতি হয়ে গেলাম। তবে টাকা নিয়ে একদম ভাবছি না। এখন আমার একমাত্র লক্ষ্য নিজের বোলিংকে আরও ক্ষুরধার করে তোলা, আর আরও পরিশ্রম করে যাওয়া।''