কোপা আমেরিকায় জাতীয় সঙ্গীত বিতর্ক!
সোমবার সকালে কোপা আমেরিকায় উরুগুয়ে বনাম মেক্সিকো ম্যাচ শুরুর আগেই ছন্দপতন। উরুগুয়ের সময় ভুল জাতীয় সঙ্গীত বাজানোয় বিতর্কে সংগঠকরা। নিয়ম মতো ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীতের জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন দুদলের ফুটবলাররা। উরুগুয়ের সময় আসতেই চিলির জাতীয় সঙ্গীত বেজে ওঠে। হতভম্ভ হয়ে যান উরুগুয়ের ফুটবলাররা। অবাক হয়ে যান গ্যালারির সমর্খরাও। এই ভুলের পরই ড্যামেজ কন্ট্রোলে নামেন সংগঠকরা। উপায় তো নেই। উরুগুয়ে ফুটবল ফেডারেশন ও গোটা দলের উদ্দেশ্যে ক্ষমা চাওয়া হয়। যদিও এই ঘটনায় খানিকটা ক্ষুব্ধই উরুগুয়ে দল। দিনের শেষে বিষয়টা তো জাতীয় সঙ্গীত!
ওয়েব ডেস্ক: সোমবার সকালে কোপা আমেরিকায় উরুগুয়ে বনাম মেক্সিকো ম্যাচ শুরুর আগেই ছন্দপতন। উরুগুয়ের সময় ভুল জাতীয় সঙ্গীত বাজানোয় বিতর্কে সংগঠকরা। নিয়ম মতো ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীতের জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন দুদলের ফুটবলাররা। উরুগুয়ের সময় আসতেই চিলির জাতীয় সঙ্গীত বেজে ওঠে। হতভম্ভ হয়ে যান উরুগুয়ের ফুটবলাররা। অবাক হয়ে যান গ্যালারির সমর্খরাও। এই ভুলের পরই ড্যামেজ কন্ট্রোলে নামেন সংগঠকরা। উপায় তো নেই। উরুগুয়ে ফুটবল ফেডারেশন ও গোটা দলের উদ্দেশ্যে ক্ষমা চাওয়া হয়। যদিও এই ঘটনায় খানিকটা ক্ষুব্ধই উরুগুয়ে দল। দিনের শেষে বিষয়টা তো জাতীয় সঙ্গীত!