এনবিএ ভারতে
আমেরিকার পর এবার ভারত। মার্কিন মুলুকে বাস্কেটবলকে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে দেওয়ার পর এবার ভারতে পা রাখছে এনবিএ। এই লক্ষ্যে পৌঁছতে সারা দেশে একশোটি বাস্কেটবল কোর্ট তৈরির উদ্যোগ নিল ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন।
Updated By: Nov 4, 2011, 05:46 PM IST
আমেরিকার পর এবার ভারত। মার্কিন মুলুকে বাস্কেটবলকে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে দেওয়ার পর এবার ভারতে পা রাখছে এনবিএ। এই লক্ষ্যে পৌঁছতে সারা দেশে একশোটি বাস্কেটবল কোর্ট তৈরির উদ্যোগ নিল ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন। এনবিএ-র সিনিয়র ডিরেক্টর অফ ডেভেলপমেন্ট আকাশ জৈন জানিয়েছেন সারা দেশে দশটা শহরকে তাঁরা টার্গেট করেছেন।
এই শহরগুলির প্রতিটি স্কুলে তারা বাস্কেটবল খেলাকে বাধ্যতামূলক করতে চান।