বাংলাদেশের পারফর্মেন্সের প্রশংসা করে প্রশ্নের মুখে বিগ বি

রবিবার প্রেমদাসা স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শুক্রবার বাংলাদেশের পারফর্মেন্স ছিল নজরকাড়া। প্রথমে ফিল্ডিং করে শ্রীলঙ্কাকে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রানে বেঁধে ফেলে তারা। আর ম্যাচের শেষ ওভারে এক বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছয় বাংলাদেশ। 

Updated By: Mar 17, 2018, 06:00 PM IST
বাংলাদেশের পারফর্মেন্সের প্রশংসা করে প্রশ্নের মুখে বিগ বি

ওয়েব ডেস্ক: শুক্রবার রাতেই নিদহাস ট্রফির শেষ নক আউট ম্যাচে রোমহর্ষক কায়দায় জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। তামিম ইকবালের ৫০-এর পর মহমুদুল্লাহর ১৮ বলে ৪৩ রানের ইনিংসের জেরে ২ উইকেটে জিতে ফাইনালের টিকিট পাকা করেছে বেঙ্গল টাইগাররা।

রবিবার প্রেমদাসা স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শুক্রবার বাংলাদেশের পারফর্মেন্স ছিল নজরকাড়া। প্রথমে ফিল্ডিং করে শ্রীলঙ্কাকে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রানে বেঁধে ফেলে তারা। আর ম্যাচের শেষ ওভারে এক বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছয় বাংলাদেশ। 

বাংলাদেশের পারফর্মেন্সের প্রশংসায় পঞ্চমুখ অধিকাংশ ক্রিকেটভক্তই। কিন্তু ম্যাচ শেষে বাংলাদেশের আচরণ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বাংলাদেশের পারফর্মেন্সের প্রশংসা করেন অমিতাভ বচ্চনও। টুইটে বাংলাদেশ দলের প্রশংসা করেন তিনি।

নো বল বিতর্কে নির্বাসন থেকে রেহাই পেলেন সাকিব! 

 

ম্যাচ শেষে টুইটে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়ে বিগ বি লেখেন, দারুন জয়। বাংলাদেশের খেলোয়াড়রা দারুন খেলেছেন। ম্যাচটায় সব কিছু ছিল। শেষ ওভারে জয় ছিনিয়ে নেওয়া সহজ নয়। ফাইনালে ওঠায় বাংলাদেশকে শুভেচ্ছা। সম্মান।

অমিতাভের এই টুইট মোটেও ভাল লাগেনি নেটিজেনদের একাংশের। তাঁদের প্রশ্ন, ম্যাচ শেষে বাংলাদেশিরা যে আচরণ করেছে, তার পরও তাদের কীভাবে সমর্থন করলেন আপনি?  

 

.