নিসর্গের তাণ্ডব দেখে চমকে গেলেন বিরাটদের হেডস্যার!
ঘরের পাশ দিয়ে বয়ে চলেছে ঘূর্ণিঝড় নিসর্গ- ক্যামেরাবন্দি করেন রবি শাস্ত্রী।
নিজস্ব প্রতিবেদন: পূর্বাভাস মতোই বুধবার দুপুর ১টা নাগাদ মহারাষ্ট্রের আলিবাগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় নিসর্গ। ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ঝড়ের তাণ্ডব। ঘূর্ণিঝড়ের এমন দাপট দেখে চমকে ওঠেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী। এমনকী ঘরবন্দি রবি শাস্ত্রী সোশ্যাল মিডিয়ায় ঝড়ের ভিডিয়ো পোস্ট করে নিসর্গের ভয়াবহ রূপ তুলে ধরলেন।
ঘরের পাশ দিয়ে বয়ে চলেছে ঘূর্ণিঝড় নিসর্গ- ক্যামেরাবন্দি করেন রবি শাস্ত্রী। আর সেই ভিডিয়ো পোস্ট করে তিনি লেখেন, "এর আগে এমন অভিজ্ঞতা কোনওদিন হয়নি। ঘণ্টায় ১০০ কিলোমিটারের কাছাকাছি হাওয়ার গতি। ধ্বংসাত্মক ... "
Never experienced anything like this. In the eye of the storm #CycloneNisarga
Wind speed close to 100 km/hr. Ferocious #CycloneUpdate #Alibaug #Mumbai #NisargaCyclone pic.twitter.com/LsqZBoOgjx
— Ravi Shastri (@RaviShastriOfc) June 3, 2020
মহারাষ্ট্রের পালঘর, থানে, রায়গড়, রত্নগিরিতে ঘূর্ণিঝড় নিসর্গের ভয়াবহ রূপ প্রকাশ পেয়েছে। অল্পের জন্য বেঁচে গিয়েছে মুম্বই। যুদ্ধকালীন তত্পরতায় উদ্ধার কার্যে নেমেছে প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দল।
আরও পড়ুন -নিন্দার ঝড়, কেরলে গর্ভবতী হাতি খুনে গর্জে উঠলেন বিরাট-রোহিত