পাকিস্তানের বিরুদ্ধে ডেভিস কাপ টাই জেতার পর অবসরের ইঙ্গিত দিলেন লিয়েন্ডার পেজ!
৪৬ বছর বয়সেও অবলীলায় রেকর্ড গড়েন লিয়েন্ডার পেজ।
নিজস্ব প্রতিবেদন : বরাবরই তিনি বলে এসেছেন বয়স তাঁর কাছে নিছক একটা সংখ্য়া মাত্র। ৪৬ বছর বয়সেও অবলীলায় রেকর্ড গড়েন লিয়েন্ডার পেজ। ডেভিস কাপে পাকিস্তানের বিরুদ্ধে ৪৪ তম ডাবলস ম্যাচ জেতার পর লিয়েন্ডার জানান, তিনি আর বেশিদিন খেলা চালিয়ে যেতে চান না। তবে কি এবার অবসর?
আরও পড়ুন- এবার সুইস কয়েনে জীবন্ত কিংবদন্তি ফেডেরার
ঠিক কবে অবসর নেবেন তা অবশ্য স্পষ্ট করেননি লি। তিনি জানান, "আমি আর বেশিদিন খেলব না। তবে যতদিন খেলব ততদিন দেশের জার্সি গায়ে খেলা চালিয়ে যেতে চাই। " ডেভিস কাপে ৩০ বছর খেলা হয়ে গিয়েছে ৪৬ এর লিয়েন্ডারের। তবু দেশের হয়ে খেলার আবেগ এতটুকু কমেনি তাঁর। ডেভিস কাপের ইতিহাসে ডাবলসে সর্বাধিক ৪৪ ম্যাচ জয়ের নজির গড়ে রেকর্ডবুকে নিজের নাম তুলেছেন।
আরও পড়ুন- অ্যাডিলেডে ওয়ার্নারের ট্রিপল সেঞ্চুরিকে কুর্নিশ জানাতে গান্ধীর শরণাপন্ন হলেন ক্যান্ডিস
পাকিস্তানকে ৪-০ ব্যবধানে হারিয়ে ডেভিস কাপ কোয়ালিফায়ারে যোগ্যতা অর্জন করে ভারত। তারপরই লি জানান, " এখন আমার বয়স ৪৬। এবার জুনিয়রদের জায়গা ছাড়ার সময় হয়েছে।"