পাঁচে পাঁচ করে গ্রুপ সেরা নিশ্চিত কিউইদের

Updated By: Mar 8, 2015, 12:52 PM IST
পাঁচে পাঁচ করে গ্রুপ সেরা নিশ্চিত কিউইদের

আফগানিস্তান ১৮৬ (৪৭.৪ ওভার)। নিউজিল্যান্ড ১৮৮/৪ (৩৬.১ ওভার)

ওয়েব ডেস্ক: বিশ্বকাপে পরপর পাঁচটা ম্যাচ জিতে গ্রুপ সেরা হওয়া কার্যত নিশ্চিত করল আয়োজক দেশ নিউজিল্যান্ড। রবিবার নেপিয়ারে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে কিউইরা অল উইন রেকর্ড বজায় রাখল। প্রসঙ্গত, চলতি বিশ্বকাপে ভারত ছাড়া একমাত্র নিউজিল্যান্ড যারা সব ম্যাচে জিতেছে।
এই একতরফা প্রাণহীন ম্যাচের নায়ক বহুযুদ্ধের সেনানী ড্যানিয়েল ভিট্টোরি। অকল্যান্ডের ৪০ বছরের এই স্পিনার ৪৮ রান দিয়ে নিলেন ৪ উইকেট। ট্রেন্ট বোল্ট নেন ৩ উইকেট। মাত্র ৫৯ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর আফগানিস্তানকে বলার মত রানে পৌঁছে দেম সামিউল্লাহ শেনওয়ারি (৫৪) এবং নাজিবুল জাদরান (৫৬)।
 অল্প রানের লক্ষ্যমাত্রার সামনে ব্যাট করতে নেমে স্কটল্যান্ডের বিরুদ্ধে কিউই ব্যাটিং লাইনআপ হুড়মুড় করে ভেঙে পড়েছিল। আফগানদের বিরুদ্ধেও সেরকম কিছুটা হলেও জয়ের লক্ষ্যে পৌঁছতে কোনও অসুবিধা হয়নি ম্যাকালামের দলের। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন মার্টিন গুপ্তিল (৫৭)। নিউজিল্যান্ডের গ্রুপ লিগের শেষ ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে, আগামী শুক্রবার।

কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের সম্ভাব্য প্রতিপক্ষ পাকিস্তান/ও.ইন্ডিজ/আয়ারল্যান্ড।

.