নেইমারকে জাভির ধাক্কা, কোপার আগে খেলায় ফোকাস ব্রাজিলিয়ান তারকার

Updated By: Jun 12, 2015, 11:06 PM IST
নেইমারকে জাভির ধাক্কা, কোপার আগে খেলায় ফোকাস ব্রাজিলিয়ান তারকার

ওয়েব ডেস্ক: কোপা আমেরিকার মধ্যে বিতর্কে নেইমার। তাঁর অভব্য আচরণের বিরুদ্ধে মুখ খুললেন প্রাক্তন বার্সেলোনা অধিনায়ক জাভি হার্নান্ডেজ। চ্যাম্পিয়ন্স লিগ জিতে সেলিব্রেশনে মেতে ছিলেন বার্সা ফুটবলাররা। সেই সময় হুডখোলা বাসের একেবারে ধারে দাঁড়িয়েছিলেন জাভি। সেলিব্রেশনের মধ্যেই জাভির জুতো খোলার চেষ্টা করেন নেইমার। এমনকি টানাটানিও করেন তিনি। কোনও উপায় না দেখে নেইমারকে ধাক্কা দেন জাভি। নতুন ক্লাব আল সাদে যোগ দিয়ে একথা জানিয়েছেন প্রাক্তন বার্সা তারকা। নেইমারকে আচরণ ঠিক করতে বলে সমর্থকদের প্রতি সম্মান প্রকাশ করতে বলেছিলেন জাভি।

বিতর্কে জড়ালেও ফুটবলের প্রতি ফোকাস কিন্তু ধরে রেখেছেন নেইমার। দেশের জার্সি গায়ে চুটিয়ে অনুশীলন করছেন এই ব্রাজিলীয়ান সুপারস্টার। অনুশীলনে অবিশ্বাস্য সব গোলও করছেন নেইমার। গোলপোস্টের পিছন থেকে বল জালে জড়িয়ে দিচ্ছেন তিনি। ১৫ তারিখ পেরু ম্যাচ দিয়ে কোপা অভিযান শুরু করবে ব্রাজিল। 

.