আই পি এলে ব্রাত্য পাক

সামনের আইপিএলেও থাকছেন না কোন পাকিস্তান ক্রিকেটার। এই নিয়ে পরপর তিনবার আইপিএলে কোনও পাক ক্রিকেটারকে খেলতে না দেওয়ার সিদ্ধান্ত নিল গভর্নিং কাউন্সিল। হায়দরাবাদে আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

Updated By: Oct 14, 2011, 04:49 PM IST

সামনের আইপিএলেও থাকছেন না কোন পাকিস্তান ক্রিকেটার। এই নিয়ে পরপর তিনবার আইপিএলে কোনও পাক ক্রিকেটারকে খেলতে না দেওয়ার সিদ্ধান্ত নিল গভর্নিং কাউন্সিল। হায়দরাবাদে আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা জানান, প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও জানান সামনের আইপিএল নটি দলকে নিয়ে হবে। কোচি টাস্কার্স দলকে বাতিল করা হলেও নতুন কোন দলকে আর নেওয়া হচ্ছে না। এমনটাই জানিয়েছেন রাজীব শুক্লা। কোচি টাস্কার্স না থাকায় শ্রীলঙ্কার মুরলিথরন, মাহেলা জয়বর্ধনে, ভারতের ভিভিএস লক্ষ্মণ ও শ্রীসন্থকে নিলামে তোলা হবে।

.