রোজ প্র্যাকটিস নয়, মাঝে মাঝে "ইটিং আউট' আর শপিং করছে ধোনি বাহিনী

ক্লান্তি কাটাতে অনুশীলনে বদল এনেছে ভারতীয় দল। রোজ অনুশীলন নয়, মাঝে মাঝে "ইটিং আউট' আর শপিং-এ মজেছে ধোনি ব্রিগেড।

Updated By: Mar 4, 2015, 12:04 PM IST
রোজ প্র্যাকটিস নয়, মাঝে মাঝে "ইটিং আউট' আর শপিং করছে ধোনি বাহিনী

ওয়েব ডেস্ক: ক্লান্তি কাটাতে অনুশীলনে বদল এনেছে ভারতীয় দল। রোজ অনুশীলন নয়, মাঝে মাঝে "ইটিং আউট' আর শপিং-এ মজেছে ধোনি ব্রিগেড।
 
২২ গজের লড়াইয়ে চনমনে রাখতে ক্রিকেটারদের মানসিক ভাবে চাঙ্গা রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

 অস্ট্রেলিয়ায় ৭ সপ্তাহ ধরে চলবে বিশ্বকাপ। তারও প্রায় মাস খানেক আগে থেকে অস্ট্রেলিয়া সফরে ছিল ভারতীয় দল। এতো লম্বা সময়ের জন্য ক্রিকেটারদের স্বতেজ রাখাও একটি চ্যালেঞ্জ। বিশেষ করে একঘেয়েমি কাটিয়ে তোলা। ক্রিকেটাররা যাতে মানসিক এবং শারীরিকভাবে ক্লান্ত না হয়ে পড়েন তার দিকে বাড়তি নজর দিচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই জন্য প্রতিদিন অনুশীলন করছে না ভারতীয় ক্রিকেট দল। ক্রিকেটারদের সবদিক থেকে সতেজ রাখতে অনুশীলনের সূচি বদল ভারতীয় দলের।

বিশ্বকাপে সঠিক সময়ে ছন্দে ফিরেছে ভারত। সেই ছন্দই এখন ধরে রাখার লক্ষ্য টিম ইন্ডিয়ার।

.