ISL 2020-21: প্রথম পয়েন্টের খোঁজে ফাউলারের এসসি ইস্টবেঙ্গল, সামনে নর্থইস্ট ইউনাইটেড এফসি
আইএসএল শুরুর আগে প্রস্তুতির জন্য বেশি সময় পায়নি লাল-হলুদ শিবির। আর সেটাই মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
নিজস্ব প্রতিবেদন : আইএসএলের প্রথম দুই ম্যাচে হার, চোট সমস্যায় জর্জরিত এসসি ইস্ট বেঙ্গল। সমস্যা কাটিয়ে উঠতে কী করতে হবে সেটাই ভেবে পাচ্ছেন না লাল-হলুদের ব্রিটিশ কোচ রবি ফাউলার। শনিবার আইএসএলে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড এফসি। পাহাড়ের ক্লাব দলটি তিন ম্যাচে অপরাজিত। মুম্বাই সিটি এফসিকে প্রথম ম্যাচে হারানোর পর কেরালা ব্লাস্টার্স এবং এফসি গোয়ার বিরুদ্ধে ড্র করেছে তারা। অন্যদিকে ইস্টবেঙ্গল এটিকে মোহনবাগান এবং মুম্বই সিটি এফসি-র কাছে হেরেছে। শনিবার তিলক ময়দানে এসসি ইস্টবেঙ্গলের দুর্বলতার সুযোগ নিয়ে জয়ে ফিরতে মরিয়া নর্থইস্ট ইউনাইটেড এফসি। অন্যদিকে রবি ফাউলারের দল সুপার লিগে প্রথম পয়েন্টের খোঁজে মাঠে নামবে শনিবার।
We'll fight back, whatever it takes.
"কাঁধে কাঁধ মেলাও
হাতে হাত মেলাও
এসো বন্ধু..."#ChhilamAchiThakbo #WeAreSCEB #JoyEastBengal #JoySCEastBengal pic.twitter.com/TN1FRkc7sH
— SC East Bengal (@sc_eastbengal) December 4, 2020
আইএসএল শুরুর আগে প্রস্তুতির জন্য বেশি সময় পায়নি লাল-হলুদ শিবির। আর সেটাই মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এখনও ফুটবলারদের মধ্যে সমন্বয় গড়ে ওঠেনি। অ্যারোন আমোদির গোড়ালিতে চোট। আগের ম্যাচে চোট পেয়েছেন ডিফেন্ডার ড্যানিয়েল ফক্স। ভারতীয় তারকা জেজে ৯০ মিনিট খেলার অবস্থায় নেই। সবমিলিয়ে দল গড়তে হিমশিম খেতে হচ্ছে রবি ফাউলারকে। মুম্বই সিটি এফসি-র কাছে হেরে অবশ্য ভারতীয় ফুটবলারদের নিয়ে তীব্র বিদ্রুপ করেছিলেন ফাউলার। লম্বা লিগে অন্তত কুড়িটা করে ম্যাচ খেলতে হবে সেক্ষেত্রে দলের রিজার্ভ বেঞ্চ নিয়েই বেশ সমস্যায় পড়ে গেছেন ব্রিটিশ কোচ। তাই পাহাড়ি দলটির বিরুদ্ধে মাঘোমা পিলকিংটন, নেভিলরাই ভরসা লিভারপুলের প্রাক্তন কিংবদন্তির।
Gaffer Robbie Fowler's Press Conference ahead of our clash with @NorthEastUtd https://t.co/wSKWz03eiE#ChhilamAchiThakbo #WeAreSCEB #JoyEastBengal #JoySCEastBengal
— SC East Bengal (@sc_eastbengal) December 4, 2020
অন্যদিকে গতবার লিগ টেবিলে নয় নম্বরে থাকার নর্থইস্ট ইউনাইটেড এফসি এবার তারুণ্যে ভর করে দুরন্ত শুরু করেছে। দলের স্প্যানিশ কোচ জেরার নাস ভারতীয় ফুটবলারদের প্রতি আস্থা রেখেছেন। আইএসএলে এখনও অপরাজিত তারা। ইস্টবেঙ্গলের দুর্বলতার সুযোগ নিয়ে আশুতোষ মেহতা, গুরজিন্দর কুমার, মাচাদো,কোয়েসি আপাইয়া, কিংবাইদ্রিসা সিলাকে দিয়ে বাজিমাত করতে চাইছেন স্প্যানিশ কোচ জেরার নাস।
আরও পড়ুন - ISL 2020-21: আমার ফুটবল জীবনে এই প্রথম কোনও টুর্নামেন্টে তিন ম্যাচে প্রতিটিতে গোল করলাম: রয় কৃষ্ণা