কিউইদের বেগ দিলেন মহমুদুল্লা, সাকিব কিন্তু ঝড় তুলে জয় আনলেন গুপটিল
রূপকথার পুনরাবৃত্তি হল না। ইংল্যান্ডকে হারানোর পর লড়াই করেও নিউজিল্যান্ডের কাছে ৩ উইকেটে হারল বাংলাদেশ।
ওয়েব ডেস্ক: রূপকথার পুনরাবৃত্তি হল না। ইংল্যান্ডকে হারানোর পর লড়াই করেও নিউজিল্যান্ডের কাছে ৩ উইকেটে হারল বাংলাদেশ।
সেডন পার্কে প্রথম ব্যাট করে মহমুদুল্লার অনবদ্য শতরানের দৌলতে ৭ উইকেটে ২৮৮ রান করে বাংলাদেশ। মহমুদুল্লা ১২৮ রান করেন। বিশ্বকাপে পরপর দুটি শতরান করে বাংলাদেশের ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়লেন তিনি। এরপর অধিনায়ক সাকিব আল হাসানের দাপুটে বোলিং শুরুতেই নিউজিল্যান্ডের ২ উইকেট তুলে নিয়ে কিউইদের চাপে ফেলে দেয়। কিন্তু গুপ্তিলের ঝোড়ো ব্যাটিং ছন্দপতন ঘটায়। গুপ্তিলের ১০৫ রান লড়াইয়ে ফেরায় নিউজিল্যান্ডকে। তাকে যোগ্য সঙ্গত দেন টেলর, ইলিয়ট ও অ্যান্ডারসন। ৪৮.`৫ ওভারে ৭ উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় নিউজিল্যান্ড।
খেলার ফলাফল, বাংলাদেশ ২৮৮-৭। নিউজল্যান্ড ২৯০-৭। ম্যাচের সেরা নির্বাচিত হন মার্টিন গুপটিল।