গ্রিসের অলিম্পিয়ায় জ্বলল অলিম্পিকের মশাল

শুরু হল লন্ডন অলিম্পিকের কাউন্টডাউন। গ্রিসের অলিম্পিয়ায় জ্বলল অলিম্পিক মশাল। চিরকালীন নিয়ম মেনেই বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই মশাল জ্বালানো হল।

Updated By: May 10, 2012, 04:08 PM IST

শুরু হল লন্ডন অলিম্পিকের কাউন্টডাউন। গ্রিসের অলিম্পিয়ায় জ্বলল অলিম্পিক মশাল। চিরকালীন নিয়ম মেনেই বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই মশাল জ্বালানো হল।
আয়নায় সকালের সূর্যরশ্মি প্রতিফলিত করে মশালের প্রথম আগুন জ্বালানো হয়। আগামী ১৮ মে সেই মশাল লন্ডনে নিয়ে যাওয়া হবে। এরপরের ৭০ দিন ব্রিটেনের বিভিন্ন প্রান্তে ঘুরবে অলিম্পিকের মশাল। প্রায় ৫০০জন সারাদেশের ২৯০০ কিলোমিটার পথে এই মশাল নিয়ে ঘুরবেন। এই মশাল দৌড়ে অংশ নিতে পারেন ডেভিড বেকহ্যাম সহ সেদেশের বিশিষ্ট ক্রীড়াবীদরা।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডন অলিম্পিক আয়োজক কমিটির চেয়ার লর্ড সেবাস্টিয়ান কো, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান জক রগে এবং হেলেনিক অলিম্পিক কমিটির প্রধান সাইপ্রোস কাপ্রোলাস।
জুলাই মাসের ২৭ তারিখ পূর্ব লন্ডনের অলিম্পিক ভিলেজে শুরু হবে অলিম্পিকের মূল পর্ব।

.