১৫ বছর আগে আজকের দিনে সেওয়াগ কী করেছিলেন, জানেন?
টেস্ট অভিষেকের একদিনের মধ্যেই বীরেন্দ্র সেওয়াগ বুঝিয়ে দিয়েছিলেন ক্রিকেট তাঁকে মনে রাখতে বাধ্য। তাই ১৫ বছর পরেও আজ সেওয়াগের কীর্তি নিয়ে ক্রিকেট মহলে চর্চা চলতেই থাকে। সাল ২০০১। দক্ষিণ আফ্রিকা সফরে ভারত। সিরিজের প্রথম টেস্টেই অভিষেক হয় বীরুর। দক্ষিণ আফ্রিকার সবুজ পিচে ব্যাট করতে নেমেই ভারতের দেখা দেয় ব্যাটিং বিপর্যয়। ৬৮ রানেই ৪ উইকেট হারায় ভারত। ব্যাট করতে নামেন বীরেন্দ্র সেওয়াগ। বাকিটা ইতিহাস। অভিষেক টেস্টেই সেঞ্চুরি। জীবনের প্রথম আন্তর্জাতিক টেস্ট ইনিংস। ক্রিজে তখন 'ক্রিকেটেশ্বর' স্যার সচিন রমেশ টেন্ডুলকার। বীরেন্দ্র সেওয়াগ এবং সচিন টেন্ডুলকার, দু'জনেই সেঞ্চুরি করেন। বীরেন্দ্র সেওয়াগ ১০৫ রানের ইনিংস খেলেছিলেন, যার মধ্যে ছিল ১৯টি বাউন্ডারি। সচিনের ব্যাট থেকে এসেছিল ২৩টি বাউন্ডারি ও একটি বিশাল ছক্কা।
ওয়েব ডেস্ক: টেস্ট অভিষেকের একদিনের মধ্যেই বীরেন্দ্র সেওয়াগ বুঝিয়ে দিয়েছিলেন ক্রিকেট তাঁকে মনে রাখতে বাধ্য। তাই ১৫ বছর পরেও আজ সেওয়াগের কীর্তি নিয়ে ক্রিকেট মহলে চর্চা চলতেই থাকে। সাল ২০০১। দক্ষিণ আফ্রিকা সফরে ভারত। সিরিজের প্রথম টেস্টেই অভিষেক হয় বীরুর। দক্ষিণ আফ্রিকার সবুজ পিচে ব্যাট করতে নেমেই ভারতের দেখা দেয় ব্যাটিং বিপর্যয়। ৬৮ রানেই ৪ উইকেট হারায় ভারত। ব্যাট করতে নামেন বীরেন্দ্র সেওয়াগ। বাকিটা ইতিহাস। অভিষেক টেস্টেই সেঞ্চুরি। জীবনের প্রথম আন্তর্জাতিক টেস্ট ইনিংস। ক্রিজে তখন 'ক্রিকেটেশ্বর' স্যার সচিন রমেশ টেন্ডুলকার। বীরেন্দ্র সেওয়াগ এবং সচিন টেন্ডুলকার, দু'জনেই সেঞ্চুরি করেন। বীরেন্দ্র সেওয়াগ ১০৫ রানের ইনিংস খেলেছিলেন, যার মধ্যে ছিল ১৯টি বাউন্ডারি। সচিনের ব্যাট থেকে এসেছিল ২৩টি বাউন্ডারি ও একটি বিশাল ছক্কা।
#OnThisDay in 2001, @virendersehwag made his Test debut against South Africa. He scored a century in a stand of 220 with @sachin_rt pic.twitter.com/aZUU0PJymq
— ICC (@ICC) November 3, 2016
তবে ম্যাচ হেরেছিল ভারত। ৯ উইকেটে ম্যাচ জিতেছিল দক্ষিণ আফ্রিকা।