ফের প্রশাসনিক কমিটির বিরুদ্ধে বিদ্রোহ বিসিসিআই কর্তাদের?

ফের প্রশাসনিক কমিটির বিরুদ্ধে বিদ্রোহ বিসিসিআই কর্তাদের? ডেলয়েটের রিপোর্ট নিয়ে তেমনই পরিস্থিতি তৈরি হয়েছে। বোর্ড সূত্রে খবর  প্রতিটি রাজ্য সংস্থাকে  রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল।  বিশেষ করে লোধার নির্দেশিকা অনুযায়ী সংস্থার যোগ্য কর্তাদের তালিকা জানতে চেয়েছিল প্রশাসনিক কমিটি। কিন্তু তাতে মাত্র ছটি সংস্থার জবাব হাতে পেয়েছে প্রশাসনিক কমিটি।

Updated By: Jun 9, 2017, 10:21 AM IST
ফের প্রশাসনিক কমিটির বিরুদ্ধে বিদ্রোহ বিসিসিআই কর্তাদের?

ওয়েব ডেস্ক: ফের প্রশাসনিক কমিটির বিরুদ্ধে বিদ্রোহ বিসিসিআই কর্তাদের? ডেলয়েটের রিপোর্ট নিয়ে তেমনই পরিস্থিতি তৈরি হয়েছে। বোর্ড সূত্রে খবর  প্রতিটি রাজ্য সংস্থাকে  রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল।  বিশেষ করে লোধার নির্দেশিকা অনুযায়ী সংস্থার যোগ্য কর্তাদের তালিকা জানতে চেয়েছিল প্রশাসনিক কমিটি। কিন্তু তাতে মাত্র ছটি সংস্থার জবাব হাতে পেয়েছে প্রশাসনিক কমিটি।

আরও পড়ুন ফোবর্সের তালিকায় প্রথম ১০০ জন ধনী ক্রীড়াবিদের মধ্যে জায়গা পেলেন মাত্র একজন ভারতীয়

সিএবি,তামিলনাড়ু,পঞ্জাব,হিমাচলের মতন সংস্থারা সিওএ-র পাঠানো মেলের কোনও জবাবই দেয়নি। তাহলে কি ফের লড়াইয়ের পথে যেতে চাইছে বিদ্রোহী নেতারা? ফের পিছনে থেকে ঘুঁটি সাজাচ্ছেন এন শ্রীনিবাসন? এমন প্রশ্ন উঠে আসছে ভারতীয় ক্রিকেট মহলে।

আরও পড়ুন  শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগেই বাবা হলেন ভারতীয় দলের ক্রিকেটার

.