প্রেমিকাকে গুলি করার অপরাধে গ্রেফতার অস্কার পিস্টোরিয়াস

প্রেমিকাকে গুলি করে হত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকান আইকনিক প্যারালিম্পিয়ন ``ব্লেড রানার`` অস্কার পিস্টোরিয়সকে বুধবার গ্রেফতার করল প্রেটোরিয়ার পুলিস।

Updated By: Feb 14, 2013, 02:32 PM IST

প্রেমিকাকে গুলি করে হত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকান আইকনিক প্যারালিম্পিয়ন ``ব্লেড রানার`` অস্কার পিস্টোরিয়সকে বুধবার গ্রেফতার করল প্রেটোরিয়ার পুলিস।
জোহনেসবার্গের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী ২৬ বছরের এই বিশ্বখ্যাত অ্যাথলিট প্রেটোরিয়াতে নিজের বাড়িতে ওই মহিলার মাথায় ও হাতে গুলি করেন পিস্টোরিয়াস। যদিও পুরো বিষয়টি এখনও পরিষ্কার নয়। অনুমান করা হচ্ছে প্রেমিকাকে চোর সন্দেহ করেই এই ঘটনা ঘটান পিস্টোরিয়াস।
যদিও পুলিস এই ব্যাপারে চুড়ান্ত গোপনীয়তা অবলম্বন করেছে। পিস্টোরিয়ায়সকে এই ঘটনার জন্য গ্রেফতার করার ঘটনাকে সরাসরি স্বীকার করা হয়নি পুলিসের তরফ থেকে। পুলিসের মুখপাত্র জানিয়েছেন ঘটনাস্থল থেকে একটি নাইন মিলিমিটার পিস্তল উদ্ধার করা হয়েছে। সরাসসি পিস্টোরিয়াসের নাম না নিলেও তিনি জানিয়েছেন ২৬ বছরের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এর বাইরে কিছু বলতে অস্বীকার করেন তিনি।
প্রথম প্যারাঅ্যাথলিট হিসাবে গত বছরের লন্ডন অলিম্পিকসের ৪০০ মিটার দৌড়ে অংশগ্রহণ করেছিলেন পিস্টোরিয়াস। শুধু তাই নয় এই বিভাগে সেমিফাইনালে পৌঁছে ইতিহাসও তৈরি করেন তিনি।
বুধবার থেকে বারবার ফোন করা হলেও এখনও পর্যন্ত তাঁর সঙ্গে কোন যোগাযোগ করা যায়নি। তাঁর মোবাইল ফোন এখনও বন্ধ।

.