Oval Test: 'ভারত জানে কীভাবে প্রত্যাঘাত করতে হয়'! কোহলিদের প্রশংসায় ব্রিটিশ কোচ

ওভালে দীর্ঘ ৫০ বছর ১৩ দিন পর জয় পেল ভারত।

Updated By: Sep 7, 2021, 05:21 PM IST
Oval Test: 'ভারত জানে কীভাবে প্রত্যাঘাত করতে হয়'! কোহলিদের প্রশংসায় ব্রিটিশ কোচ

নিজস্ব প্রতিবেদন: ওভাল টেস্ট জয়ের জন্য ৩৬৮ রানে লক্ষ্যমাত্র ছিল ইংল্যান্ডের। কিন্তু দ্বিতীয় ইনিংসে মাত্র ২১০ রানে গুটিয়ে যায় জো রুট অ্যান্ড কোং। ভারতের দুরন্ত বোলিংয়ের সামনে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি ব্রিটিশ বাহিনী। ভারতের কাছে ১৫৭ রানে হারে তারা। 

আরও পড়ুন:'আমাকে না বসালে দ্রাবিড়দের জায়গা হতো না'! Rahane ইস্যুতে Manjrekar

দুরন্ত জয়ের জন্য বিরাট কোহলিদের ভূয়সী প্রশংসা করেছেন রুটদের কোচ ক্রিস সিলভারউড (Chris Silverwood)। তিনি বলেন, "সত্যি বলতে ভারতের ওপর আমরা চাপই রাখতে পারিনি। আমরা ব্যর্থ হয়েছি। এটা নিয়েই ড্রেসিংরুমে কথা হয়েছে নিজেদের মধ্যে। ১৯০ পার করে গেলে ভারতের ওপর সত্যিই আধিপত্য বিস্তার করতে পারতাম। কিন্তু আবারও বাহবা ভারতকেই দেব। ওরা জানে কীভাবে প্রত্যাঘাত করতে হয়" ওভালে দীর্ঘ ৫০ বছর ১৩ দিন পর জয় পেল ভারত। ১৯৭১ সালে এই মাঠে জিতেছিল অজিত ওয়াদেকরের দল। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.