Babar Azam, PAK vs ZIM: বাবর আজমের এই ক্যাচটাই কি সেরা? তাই তো বলছে সোশ্যাল মিডিয়া
Babar Azam, PAK vs ZIM: বল বাবরের শরীর থেকে অনেকটা দূরে থাকলেও, নিজেকে শুন্যে ছুড়ে ক্যাচ ধরেন বাবর। এমন ক্যাচ সোশ্যাল মিডিয়াতে মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup 2022) ব্যাটে রান নেই। ভারতের (India) পর এবার জিম্বাবোয়ের (Zimbabwe) বিরুদ্ধেও বাবর আজমের (Babar Azam) ফ্লপ শো চলছেই। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে খালি হাতে ফেরার পর বৃহস্পতিবার অপেক্ষাকৃত দুর্বল জিম্বাবোয়ের বিরুদ্ধে ৪ রানে আউট হয়েছেন পাকিস্তানের (Pakistan) অধিনায়ক। তবে এদিন চোখ কপালে তুলে দেওয়া ক্যাচ নিয়ে ক্রিকেট দুনিয়াকে চমকে দিলেন বাবর।
— ICC (@ICC) October 27, 2022
বাবর প্রথম স্লিপে দাঁড়িয়ে দারুণ ক্যাচ নিয়ে দর্শকদের মন জিতেছেন। ইনিংসের ১৪তম ওভারের শেষ বলে ক্রিজে আসেন জিম্বাবোয়ের উইকেটকিপার রেগিস চাকাবওয়া (Regis Chakabva)। শাবাদ খানের (Shadab Khan) বল তাঁর ব্যাটের কানায় লেগে প্রথম স্লিপের দিকে চলে যায়। বল বাবরের শরীর থেকে অনেকটা দূরে থাকলেও, নিজেকে শুন্যে ছুড়ে ক্যাচ ধরেন বাবর। এমন ক্যাচ সোশ্যাল মিডিয়াতে মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। অনেকে প্রতিযোগিতার সেরা ক্যাচ বলে দাবি করছেন।
— Pakistan Cricket (@TheRealPCB) October 27, 2022