ম্যাচ বাঁচাতে শামুকগতির ইনিংস খেলা মিসবাকে বিরক্ত হয়ে সাঙ্গা বললেন, এবার একটু চালাও

দলকে বাঁচাতে একেবারে শামুকগতির ইনিংস খেললেন পাকিস্তানের অধিনায়ক মিসবা উল হক। মিসবার ধীরগতির ইনিংস দর্শকদের যতই বিরক্ত করুক, আসল কথা হল তাঁর জন্যই এখনও দুবাই টেস্টে টিকে রয়েছে পাকিস্তান। সেই সঙ্গে টেস্টকে পাঁচদিনে নিয়ে গেলেন পাক অধিনায়ক। দুবাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নিশ্চিত হারের মুখে ব্যাট করতে নেমে মিসবা করলেন ৯৭ রান। তবে এই রানটা করতে নিলেন ২৪৮ টা বল। স্ট্রাইক রেট ৩৯.১১।

Updated By: Jan 11, 2014, 08:54 PM IST

পাকিস্তান- ১৬৫, ৩৩০/৭
শ্রীলঙ্কা- ৩৮৮
পাকিস্তান ১০৭ রানে এগিয়ে হাতে ৩ উইকেট

দলকে বাঁচাতে একেবারে শামুকগতির ইনিংস খেললেন পাকিস্তানের অধিনায়ক মিসবা উল হক। মিসবার ধীরগতির ইনিংস দর্শকদের যতই বিরক্ত করুক, আসল কথা হল তাঁর জন্যই এখনও দুবাই টেস্টে টিকে রয়েছে পাকিস্তান। সেই সঙ্গে টেস্টকে পাঁচদিনে নিয়ে গেলেন পাক অধিনায়ক। দুবাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নিশ্চিত হারের মুখে ব্যাট করতে নেমে মিসবা করলেন ৯৭ রান। তবে এই রানটা করতে নিলেন ২৪৮ টা বল। স্ট্রাইক রেট ৩৯.১১।

আজকালকার টি২০ যুগে যে স্ট্রাইকরেটটা টেস্টেও বেশ বেমানান। অবশ্য শেষবেলায় হেরাথের বলে আউট হয়ে যাওয়ার পর পাকিস্তান বেশ কিছুটা ব্যাকফুটে। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান এখন ১০৭ রানে এগিয়ে, হাতে ৩ উইকেট। লড়ছেন সরফরেজ আহমেদ (৭০)। কাল, রবিবার ম্যাচের শেষদিন।

এদিন মিসবার ঠুক-ঠুক দেখে বিরক্ত হয়ে গেলেন বিপক্ষের কুমারা সাঙ্গাকারা। দীর্ঘ সময় উইকেটকিপার হিসাবে খেলা সাঙ্গাকারা বলও করতে গেলেন। কিন্তু মিসবা একেবারে ধীরস্থির। সাঙ্গাকারা হাসতে হাসতে বললেন, ভাই অনেক তো ঠুকঠুক হল, এবার একটু মারো।

.