PCB vs BCCI | Shahid Afridi: পাকিস্তান কি ভারতে আসছে বিশ্বকাপ খেলতে? বিরাট আপডেট দিয়ে দিলেন আফ্রিদি
Pakistan team should tour India for the World Cup Says Shahid Afridi: শাহিদ আফ্রিদির থেকে চলে এল বিরাট আপডেট। প্রাক্তন পাক অধিনায়ক জানিয়ে দিলেন যে, পাকিস্তান অক্টোবর-নভেম্বরে ভারতে বিশ্বকাপ খেলতে আসবে কিনা! যে খবরের দিকেই চোখ ছিল ভারত-পাক ফ্যানদের।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এশিয়া কাপ (Asia Cup 2023) নিয়ে বিসিসিআই ও পিসিবি-র (PCB vs BCCI) মধ্যে ঝামেলা কিছুতেই কমছে না। বরং টানাপোড়েন অব্যাহত। পাকিস্তানের দাবি, আসন্ন এশিয়া কাপের প্রথম রাউণ্ডের অন্তত চারটি ম্যাচ তাদের দেশে আয়োজন করতে দিতে হবে। তেমনটা না হলে এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে বেরিয়ে যাওয়ার কড়া হুমকি দিয়েছেন পাক বোর্ডের চেয়ারম্যান নজম শেঠী (Najam Sethi)। এবারের এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু ভারতীয় বোর্ড পরিষ্কার বলে দেয় যে, তারা পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলবে না। বরং এশিয়া কাপ অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হবে। নজমের হুঙ্কার থামছেই না। দিন দুয়েক আগে তিনি এও জানিয়েছেন যে, পাকিস্তান যদি এশিয়া কাপ আয়োজনের সুযোগ না পায়, তাহলে তাঁর দেশ চলতি বছর ভারতে গিয়ে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ (ICC Cricket World Cup 2023) খেলবে না। এই পরিস্থিতিতেই বড় কথা বলেদিলেন পাক কিংবদন্তি ক্রিকেটার ও বাবর আজমদের (Babar Azam) প্রধান নির্বাচক শাহিদ আফ্রিদি (Shahid Afridi)।
আফ্রিদ ক্রিকেট পাকিস্তানে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, 'পাকিস্তান দলের অবশ্যই বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া উচিত। পাকিস্তান যে, ক্রিকেটকে সমর্থন করে, সে ব্যাপারে ইতিবাচক বার্তা যাবে।' অন্যদিকে আফ্রিদি জানিয়েছেন যে, এশিয়া কাপ পাকিস্তানেই হওয়া উচিত। আফ্রিদি বলেন, 'এশিয়া কাপ অবশ্যই ভারতে হওয়া উচিত। আমার মনে হয় ক্রিকেট ও রাজনীতিকে আলাদা করা উচিত। এশিয়া কাপ পাকিস্তানে আয়োজন করার ব্যাপারে আর কোনওরকম বিলম্ব করা উচিত নয়। চূড়ান্ত সিদ্ধান্ত এখনই নিতে হবে।' পাকিস্তান 'হাইব্রিড মডেল' সামনে নিয়ে আসে। যেখানে ভারত নিজেদের ম্যাচ অন্যত্র খেলবে। আর পাকিস্তানে হবে বাকি দেশের ম্যাচ। কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বাকি সদস্যরা সেই প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দেয়। সূত্র মারফত জানা গিয়েছিল, এই প্রস্তাবে সায় ছিল না ভারতেরও। এশিয়া কাপ একেবারে অন্য কোনও দেশের সরিয়ে দেওয়া হোক, সেটাই বিসিসিআই-এর দাবি ছিল। এর পরেই পাকিস্তান বোর্ড 'হাইব্রিড মডেল' নিয়ে প্ল্যান বি নিয়ে আসে। যেখানে বলা হয়, অন্তত প্রথম রাউন্ডের চারটে ম্যাচ দিতে হবে পাকিস্তানকে। কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিল খারিজ করে দেয়। এরপরেই পাকিস্তান দাবি করে বসে যে বাবর আজমরা এশিয়া কাপ খেলবে না। এমনকি এশিয়ান ক্রিকেট কাউন্সিল ছেড়েও বেরিয়ে যাবে।
আরও পড়ুন: IND vs PAK, SAFF Cup 2023: এশিয়া কাপ নিয়ে জটিলতার পরেও ভারতের মাটিতে পা রাখছে পাকিস্তান! কেন? কোথায়?
চলতি বছর ঘরের মাঠে বিশ্বযুদ্ধ। পুরুষদের ৫০ ওভারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। ১০ দলের মেগাইভেন্ট চলবে অক্টোবর-নভেম্বর মাস জুড়ে। ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার পুরো বিশ্বকাপটাই অনুষ্ঠিত হবে ভারতে। বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে ভারতই পেয়েছে গুরুদায়িত্ব। মোট ১৩টি শহর মাতবে বিশ্বকাপ জ্বরে। তবে বিশ্বকাপে সকলের নজর ভারত-পাকিস্তান ম্যাচের দিকে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে যে, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই হবে ভারত-পাক মহারণ। ভারতীয় ক্রিকেট বোর্ড মোটামুটি ভেন্যু চূড়ান্ত করে ফেলেছে বলেই খবর। যদিও এই বিষয়ে এখনও কোনও সরকারি সিদ্ধান্ত আসেনি। দেশের প্রধানমন্ত্রীর নামাঙ্কিত মাঠ এখন বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। ১ লক্ষ ৩০ হাজার দর্শক একসঙ্গে বসে ম্যাচ দেখতে পারেন এখানে। টুর্নামেন্টের সবচেয়ে হাইপ্রোফাইল ম্যাচ এখানেই যে হবে, তা একপ্রকার বলে দেওয়া যায়। সাম্প্রতিক ইতিহাস বলছে এই স্টেডিয়ামই ভারতে অনুষ্ঠিত হেভিওয়েট ম্যাচগুলি আয়োজন করে। চলতি আইপিএল শেষ হলেই বিসিসিআই বিশ্বকাপের সূচি প্রকাশ করবে। তখনই জানা যাবে যে ভারত-পাক ম্যাচ কবে এবং কোথায়। ৫ অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হবে বলেই জানা যাচ্ছে। নাগপুর, বেঙ্গালুরু, তিরুঅনন্তপুরম, মুম্বই, দিল্লি, লখনউ, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, রাজকোট, ইন্দোর, বেঙ্গালুরু ও ধরমশালাতেই হবে বিশ্বকাপ। এমনকী প্র্যাক্টিস সূচিতেও রয়েছে এই শহরগুলি। অন্যদিকে পাকিস্তান জানিয়েছে যে, তারা নিরাপত্তাজনিত কারণে চেন্নাই, বেঙ্গালুরু ও কলকাতাতেই খেলতে চেয়েছে।
এই প্রথমবার এককভাবে বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন করবে ভারত। এর আগে তিনবার বিশ্বকাপের আসর বসেছে ভারতে। কিন্তু প্রতিবারই ভারতের সঙ্গে উপমহাদেশের কোনও দেশ আয়োজক হিসেবে ছিল। ১৯৮৭ সালে ভারত ও পাকিস্তান যুগ্মভাবে বিশ্বকাপের আয়োজন করেছিল। ১৯৯৬ সালে ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা বিশ্বকাপের আয়োজন করে। আর ২০১১ সালে ভারত-শ্রীলঙ্কা-বাংলাদেশে বসে বিশ্বকাপের আসর। এবার একক ভাবে চলতি বছর বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত।