প্যাট্রিসিও'র নির্ভরযোগ্য 'হাত' পর্তুগালকে নিয়ে গেল সেমিফাইনালে

নাটকীয় পেনাল্টি শুট আউটে পোল্যান্ডকে ৫-৩ গোলে হারিয়ে ইউরো কাপের সেমিফাইনালে পর্তুগাল। রুদ্ধশ্বাস টাইব্রেকারে পোল্যান্ডের ফুটবলার ব্লাজস্কিকোস্কির শট বাঁচিয়ে রোনাল্ডোদের জয়ের নায়ক পর্তুগালের গোলরক্ষক রুই প্যাট্রিসিও। 

Updated By: Jul 1, 2016, 08:57 AM IST
প্যাট্রিসিও'র নির্ভরযোগ্য 'হাত' পর্তুগালকে নিয়ে গেল সেমিফাইনালে

ওয়েব ডেস্ক:নাটকীয় পেনাল্টি শুট আউটে পোল্যান্ডকে ৫-৩ গোলে হারিয়ে ইউরো কাপের সেমিফাইনালে পর্তুগাল। রুদ্ধশ্বাস টাইব্রেকারে পোল্যান্ডের ফুটবলার ব্লাজস্কিকোস্কির শট বাঁচিয়ে রোনাল্ডোদের জয়ের নায়ক পর্তুগালের গোলরক্ষক রুই প্যাট্রিসিও। 

শেষ শটে গোল করে দলের জয় নিশ্চিত করেন রিকার্ডো কোরেসমো। ম্যাচের শুরুটা অবশ্য স্বপ্নের মতো করেছিল পোল্যান্ড। খেলা শুরুর ২ মিনিটের মধ্যে রবার্ট লেওয়ানডোস্কির গোলে এগিয়ে যায় পোল্যান্ড। ৩২ মিনিটে রেনাটো স্যাঞ্চেজের গোলে সমতা ফেরায় পর্তুগাল।  নির্ধারিত সময় ম্যাচের ফল ১-১ থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়। অতিরিক্ত তিরিশ মিনিটেও খেলার ফল না বদলানোয় শেষ আটের লড়াই গড়ায় টাইব্রেকার। পর্তুগালের হয়ে পরপর গোল করেন রোনাল্ডো, স্যাঞ্চেজরা। প্রতিপক্ষের একটা শট বাঁচিয়ে নায়ক প্যাট্রিসিও। সেমিফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ বেলজিয়াম অথবা ওয়েলস। 

.