Yuvraj Singh, Harbhajan Singh: পঞ্জাবের ভূমিপুত্ররা দেশের বিশ্বকাপজয়ী কিংবদন্তি, মোহালিতে পেলেন অনন্য সম্মান

রোহিত শর্মা ও অ্যারন ফিঞ্চদের দ্বৈরথ শুরুর আগে দুই পঞ্জাবপুত্তরকে সংবর্ধনা দেয় পিসিএ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Bhagwant Mann)। হরভজন ও যুবরাজ ভারতীয় ক্রিকেটের দুই মহানক্ষত্র।

Updated By: Sep 20, 2022, 08:11 PM IST
Yuvraj Singh, Harbhajan Singh: পঞ্জাবের ভূমিপুত্ররা দেশের বিশ্বকাপজয়ী কিংবদন্তি, মোহালিতে পেলেন অনন্য সম্মান
যুবরাজ-হরভজনের অনন্য সম্মান

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia 1st T20I) প্রথম টি-২০ ম্যাচের আগেই ঘরের মাঠ মোহালিতে বিরল সম্মান পেলেন পঞ্জাবের দুই ভূমিপুত্র- হরভজন সিং (Harbhajan Singh) ও যুবরাজ সিং (Yuvraj Singh)। পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন (Punjab Cricket Association, PCA ) মঙ্গলবার অর্থাৎ আজ সরকারি ভাবে আইএস বিন্দ্রা স্টেডিয়ামের বিখ্যাত টেরেস ব্লকের উত্তরমুখী প্যাভিলিয়নের নামকরণ করল দেশের দুই বিশ্বকাপজয়ী কিংবদন্তি ক্রিকেটারের নামে। এদিন রোহিত শর্মা ও অ্যারন ফিঞ্চদের দ্বৈরথ শুরুর আগে দুই পঞ্জাবপুত্তরকে সংবর্ধনা দেয় পিসিএ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Bhagwant Mann)। হরভজন ও যুবরাজ ভারতীয় ক্রিকেটের দুই মহানক্ষত্র। এমএস ধোনির নেতৃত্বে ২০০৭ সালে ভারত টি-২০ বিশ্বকাপ জেতে। এর চার বছর পর ভারত জেতে ৫০ ওভারের বিশ্বকাপ। জোড়া বিশ্বকাপে টিম ইন্ডিয়ার স্টার ছিলেন হরভজন ও যুবরাজ।

আরও পড়ুন: Rohit Sharma, IND vs AUS : কোন দুই ম্যাচ উইনারকে বাইরে রাখার সাহস দেখালেন 'হিটম্যান'? জেনে নিন

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 (@pcacricketassociation)

২০০০ সালে নাইরোবিতে কেনিয়ার হয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট শুরু যুবরাজের। ২০০২ সালে ন্যাটওয়েস্ট ফাইনালে তাঁর ৬৯ রানের ইনিংস এখনও ক্রিকেটপ্রেমীর স্মৃতিতে উজ্বল হয়ে রয়েছে। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় টি২০ বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডকে ছয় বলে ছয়টি ছয় মেরে ইংল্যান্ডের রাতের ঘুম কেড়েছিলেন যুবরাজ। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০০৭ সালে টি২০ বিশ্বকাপ এবং ২০১১ সালে বিশ্বকাপে যুবরাজ সিংয়ের অবদান ক্রিকেট ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বিশ্বকাপে ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন ক্যানসার জয়ী যুবরাজ। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা বলেন তিনি। যুবরাজ ৪০টি টেস্ট, ৩০৪টি ওয়ানডে ও ৫৮টি টি-২০ খেলেছেন দেশের হয়ে। তাঁর ঝুলিতে রয়েছে ১১ হাজার ৭৭৮ রান। হাত ঘুরিয়ে পেয়েছেন ১৪৮টি উইকেট। অন্যদিকে গতবছর ২৪ ডিসেম্বর ৪১ বছর বয়সে সব রকমের ক্রিকেট থেকে অবসর নেন হরভজন।২০১৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিলেন। শেষ একদিনের ম্যাচও খেলেছিলেন ২০১৫ সালেই। ২০১৬ সালে দেশের হয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচে তাঁর প্রতিপক্ষ ছিল সংযুক্ত আরব আমিরশাহি। ১০৩টি টেস্টে তাঁর ৪১৭টি উইকেট রয়েছে। ২৩৬টি একদিনের আন্তর্জাতিকে হরভজনের উইকেট সংখ্যা ২৬৯। ২৮টি টি-টোয়েন্টি ম্যাচে ২৫টি উইকেট নিয়েছেন ভাজ্জি। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)    

.