Pep Guardiola: পেয়েছেন ব্রাজিলের কোচ হওয়ার প্রস্তাব! কী বলছেন পেপ গুয়ার্দিওলা?
পেপ (Pep Guardiola) কি ব্রাজিলের পরবর্তী কোচ হচ্ছেন?
নিজস্ব প্রতিবেদন: ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) সঙ্গে আর এক মরশুম চুক্তি রয়েছে তাঁর! এরপর কী করবেন ক্লাব ফুটবলের অন্যতম সফল কোচ পেপ গুয়ার্দিওলা (Pep Guardiola)। ৫১ বছরের প্রাক্তন স্প্যানিশ মিডফিল্ডার এরপর কি করবেন? ফের নতুন কোনও ক্লাব বেছে নেবেন নাকি বার্সেলোনা, বায়ার্ন ও ম্যান সিটিকে কোচিং করানো দুঁদে ট্যাকটিসিয়ান কোনও জাতীয় দলের দায়িত্ব নেবেন? বৃহস্পতির বিকালে পেপের আগামীর গন্তব্য় নিয়ে একটি বড় রকমের আপডেট এসেছে।
জানা গিয়েছে চার বছরের চুক্তিতে তাঁর কাছে নাকি ব্রাজিলের কোচ হওয়ার প্রস্তাব এসেছে। নেইমার-ফ্রেডদের কোচ হওয়ার জন্য তাঁকে ১২ মিলিয়ন ইউরো দেওয়া হবে। যাকে নিয়ে এত আলোচনা, সেই পেপ কী বলছেন? ব্রাজিলের কোচ তিতে জানিয়ে দিয়েছেন যে, আসন্ন কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) পর তিনি হলুদ জার্সিধারীদের কোচের পদ ছেড়ে দেবেন। এক সাংবাদিকের পেপের কাছে প্রশ্ন ছিল, "তিতে জানিয়ে দিয়েছেন যে, কাতার বিশ্বকাপের পরেই উনি ব্রাজিলের কোচের পদ ছেড়ে দেবেন। আমরা জানি যে, জাতীয় দলের কোচিং করানো আপনার স্বপ্ন। ব্রাজিল কি আপনার স্বপ্নের অংশ?" পেপে বলেন, "ব্রাজিলে খুব ভাল ব্রাজিলিয়ান কোচেরা আছেন। যাঁরা জাতীয় দলের দায়িত্ব নেবেন। তাঁরা খুব ভাল ব্রাজিলিয়ান কোচ। বিতর্কের এখানেই শেষ।" পেপ বুঝিয়েই দিলেন যে, তাঁর সেলেকাওদের দায়িত্ব নেওয়ার ইচ্ছা নেই।
আরও পড়ুন: IPL: আইপিএলের ইতিহাসে এই ৫ বোলার এক ওভারে সবচেয়ে বেশি রান হজম করেছেন!
আরও পড়ুন: Daniel Sams: ১ ওভারে দিলেন ৩৫ রান! ফ্যানদের তীব্র গালিগালাজ মুম্বইয়ের বোলারকে