ক্রিকেটের গোলা-গুলি শুরু হয়ে গেল গোলাপি বলে

আপাতদৃষ্টিতে দেখলে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট। কিন্তু অ্যাডিলেড ওভালের এই টেস্ট ম্যাচ যে শুধুই একটা টেস্ট ম্যাচ নয়। এ যে ইতিহাস।

Updated By: Nov 27, 2015, 12:18 PM IST
 ক্রিকেটের গোলা-গুলি শুরু হয়ে গেল গোলাপি বলে

ওয়েব ডেস্ক: আপাতদৃষ্টিতে দেখলে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট। কিন্তু অ্যাডিলেড ওভালের এই টেস্ট ম্যাচ যে শুধুই একটা টেস্ট ম্যাচ নয়। এ যে ইতিহাস।
কারণ, এই প্রথম টেস্ট ম্যাচ হচ্ছে দিন-রাতের। কেরি প্যাকার চেষ্টা করেছিলেন। কিন্তু তার সঙ্গে আজকের অ্যাডিলেড মেলালে চলবে কেন? কারণ, এটা আইসিসি স্বীকৃত সরকারি টেস্ট ম্যাচ।
এক, অ্যাডিলেড স্যার ডন ব্র্যাডম্যানের জায়গা। দুই, আজকের দিনেই গত বছর মারা গিয়েছিলেন অসি ক্রিকেটার ফিলিপ হিউজ। আর এই প্রথম গোলাপি বলের যুদ্ধে মাঠে নামল সাদা পোশাকের দুই দল।
এদিন টস জিতে ঐতিহাসিক টেস্টে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউযি ওপেনার ব্রেন্ডন ম্যাককালাম।
যদিও শুরুটা মোটেই ভাল হয়নি তাঁদের। ৩৭ ওভারে আপাতত কিউয়িদের সংগ্রহ ৫ উইকটে ১১৬ রান।

 

.