বায়ো-সিকিওর পরিবেশে ক্রিকেট, কিছুটা হলেও অবাস্তব বলছেন রাহুল দ্রাবিড়

আসলে ECB ঘোষণা করেছে বায়ো-সিকিওর ভেন্যুতে হবে ওয়েস্ট ইন্ডিজ -পাকিস্তান সিরিজ।

Updated By: May 26, 2020, 03:31 PM IST
বায়ো-সিকিওর পরিবেশে ক্রিকেট, কিছুটা হলেও অবাস্তব বলছেন রাহুল দ্রাবিড়

নিজস্ব প্রতিবেদন: করোনা পরবর্তী সময়ে বায়ো-সিকিওর পরিবেশে ক্রিকেট আয়োজনের চিন্তাভাবনা শুরু করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। কিন্তু প্রাক্তন ভারত অধিনায়ক তথা NCA প্রধান রাহুল দ্রাবিড় মনে করেন ECB-এর এই পরিকল্পনা অবাস্তব। আসলে ECB ঘোষণা করেছে বায়ো-সিকিওর ভেন্যুতে হবে ওয়েস্ট ইন্ডিজ -পাকিস্তান সিরিজ।

যুবা- আয়োজিত একটি ওয়েবিনারে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, " ইসিবি যা নিয়ে কথা বলছে সেটা কিছুা হলেও অবাস্তব বলেই আমার মনে হয়েছে। যদিও ECB এই সিরিজ করার জন্য মুখিয়ে রয়েছে কারণ তাদের হাতে কোনও ক্রিকেট এই মুহূর্তে নেই। তবে ওরা যেভাবে পরিকল্পনা করেছে , সেটা সবার পক্ষে করা সম্ভব নয়।কারণ বিদেশ সফরে গেলে অনেক মানুষের সঙ্গে যুক্ত হতে হয়।"

পাশাপাশি রাহুল দ্রাবিড় আরও বলেন, "আমরা সবাই চাই দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হোক। তবে বায়ো সিকিওর থাকলেও তোমাকে পরীক্ষা করাতেই হবে। কোয়ারেন্টিনেও থাকতে হবে। কারণ টেস্টের দ্বিতীয় দিন যদি কোনও প্লেয়ারের কোভিড-19 ধরা পড়ে, তখন কী করা হবে? " দ্রাবিড়ের মতে, সব কিছু হয়তো আগের মতো হবে না তবে পরিস্থিতির সঙ্গে পেশাদার ক্রিকেটারদের মানিয়ে নিতে হবে।

 

আরও পড়ুন - লিগ শুরুর আগেই অনুশীলনে চোট পেলেন ইব্রাহিমোভিচ, অনিশ্চিত মরশুম

 

.